“রাজনীতির ময়দানকে হার মানাবে ইন্ডাস্ট্রির রাজনীতি”— দীর্ঘ বিরতির পর পর্দায় শতাব্দী রায়! অবশেষে মুখ খুললেন, এতদিন দূরে থাকা আর টলিউডের অস্বস্তিকর সত্যি নিয়ে!

নব্বই দশকের বাংলা সিনেমার এক উজ্জ্বল নাম ‘শতাব্দী রায়’ (Satabdi Roy)। অভিনয় দক্ষতা আর গ্ল্যামার, সবকিছু মিলিয়ে তিনি এক সময় ছিলেন টলিউডের (Tollywood) প্রথম সারির নায়িকাদের একজন। প্রসেনজিৎ থেকে চিরঞ্জিত, সেই সময়ের তাবড় তাবড় নায়কদের সঙ্গে পরপর হিট ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছাতেই অভিনয় জগৎ থেকে সরে আসেন শতাব্দী। বদলে মানুষের সেবা এবং দলীয় দায়িত্বর ভার কাঁধে তুলে নিয়ে, রাজনীতির (Politics) ময়দানে আত্মপ্রকাশ করেন তিনি।

তবে দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরলেন শতাব্দী রায়। এই প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছেন পরিচালক মৈনাক ভৌমিক। তাঁর আসন্ন ছবি ‘বাৎসরিক’-এর মাধ্যমে আবারও অভিনয়ে ফিরছেন শতাব্দী। আগামী ৬ই জুন মুক্তি পাচ্ছে ছবিটি। দর্শকেরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বহুদিন পরে প্রিয় অভিনেত্রীকে আবার দেখার জন্য। ছবি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা ও কৌতূহল। এই প্রসঙ্গে নানান সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি।

Tollywood actress Satabdi Roy come back on big screen

তেমনি সম্প্রতি এক সাক্ষাৎকারে শতাব্দী নিজের দীর্ঘ অভিনয়ে অনুপস্থিতির প্রসঙ্গে মুখ খুলেছেন। সোজাসাপটা ভাষায় তিনি বলেছেন, অভিনয়ের জগতে অনেক বেশি রাজনীতি রয়েছে, যা রাজনীতির ময়দানকেও হার মানায়। তাঁর অভিজ্ঞতায়, এই ইন্ডাস্ট্রিতে একাংশ মানুষ নিজেদের নেতা ভাবেন, এবং তাঁদের ইগোই অনেক কিছু নিয়ন্ত্রণ করে। তবে শতাব্দী নিজে কখনও কোনও কাস্টিং কাউচ বা বিশেষ রাজনীতির শিকার হননি।

এদিন তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রির ভেতরের সংঘাত নিয়ে মাথা ঘামাতে তিনি কখনওই রাজি ছিলেন না। বরং নিজের মতো করে কাজ করে গেছেন। এবং যেখানে মনে হয়েছে, নিজের স্বাচ্ছন্দ্য কমে যাচ্ছে, সেখানেই নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি কোনও ‘পাওয়ার গেম’-এ ছিলেন না, বরং নিজের পথেই হেঁটেছেন। মূলত সেই ভাবনা থেকে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

আরও পড়ুনঃ চরিত্রহীন ছেলে বটে! গরিমার সামনে দাঁড়িয়েই এবার রোশনাইকে প্রস্তাব আরণ্যকের! এক বোন ছেড়ে অন্য বোনকে বিয়ে করতে চায় সে! গরিমা-রোশনাইকে নিয়ে আরণ্যকের দ্বিচারিতা কি ধ্বংস করছে সম্পর্কের মানে? দর্শকদের প্রশ্ন, একে কি নায়ক বলা যায়?

এই প্রত্যাবর্তনের পর শতাব্দীর স্পষ্ট বার্তা, আজও তিনি নিজের জায়গা সম্পর্কে আত্মবিশ্বাসী। বহুদিন পর হলেও অভিনয়ে ফিরে আবারও নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতিতে রয়েছেন। ‘বাৎসরিক’ তাঁকে নতুনভাবে পর্দায় তুলে ধরবে কিনা, তা সময় বলবে। তবে দর্শকেরা নিশ্চিতভাবেই এক নতুন রূপে দেখতে পাবেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীকে।

You cannot copy content of this page