শুভকে বড় বিপদের থেকে বাঁচালো আদি! প্রতিশোধ নেবে, জেলে যাওয়ার আগে বলে গেল জিনিয়া! তবে, কি আবার নতুন করে বিপদ আসতে চলেছে রায় পরিবারে?

রায় বাড়ির সবার সামনে জিনিয়ার ষড়যন্ত্রের হাঁড়ি ফাটালো শুভ। গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে, তুলিকে বাড়িতে নিয়ে আসার পর শুভ সবাইকে বলতে থাকে সে তুলিকে কিডন্যাপ করা ছাড়া আর কী কী করেছে? শুভর নাম করে অন্যজনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো থেকে শুরু করে ডোনার বিশ্বাস ভাঙা সবটা করেছে জিনিয়া।

এমন সময়, রূপক পূরবীকে বলে সে কিছু না জেনেই ছেলের বড়ো ক্ষতি করতে যাচ্ছিল। এরপর, জিনিয়া ঝামেলা করতে থাকলে সেবন্তী তাঁকে কষিয়ে একটা চর মারে। এমন সময়, জিনিয়া যখন দেখে শুভ তাঁর এত বড়ো ক্ষতি করেছে তখন সেও রাগের বশে শুভর পেটে ঘুষি মারতে যায়। আর, তখনই বড়ো ক্ষতি হওয়ার থেকে শুভকে বাঁচিয়ে নেয় আদি।

entertainment

এরপর, বেশী দেরী না করে আদি পুলিশদের ডেকে জিনিয়াকে তাঁদের হাতে ধরিয়ে দেয়। এরপর, কোনো কিছু বুঝতে না পেরে যে ভুল করেছে তাঁর জন্য হাতজরো করে সেবন্তী শুভর কাছে ক্ষমা চায়। এমন সময়, সমিত জানায় তুলির শারীরিক অসুস্থতার জন্য যা খরচা হবে তা সবটাই সে করবে।

এরপর, এত কিছু হওয়া সত্ত্বেও পূরবী শুভকে ধন্যবাদ জানায় কিন্তু সে পুরোপুরি খুশিও হতে পারছে না কারণ শুভ আগে থেকে সমিত-তুলির সম্পর্কের কথা জানত যা নিয়ে একটুও খুশি নয় পূরবী। এরপর, শুভ মনে মনে ভাবে, সে আজ এতকিছু করা সত্ত্বেও তলে তলে এ বাড়ির যেনো ভীতে ফাটল ধরছে, সবার সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হচ্ছে।


এরপর, সবাই ঘরে গেলে শুভ আদিকে তাঁর মনের সংশয়ের কথা জানায়। তখন আদি বলে, তাঁরও একটু ভুল হয়েছে যে শুভ সবার থেকে সবটা লুকিয়ে গেছিল। এই ব্যাপারটা একদম ঠিক করেনি। এরপর, শুভ-আদির ঘনিষ্ট মুহূর্তের সময় বারেবারে আদিকে ফোন করতে থাকে মোহনা। এদিকে, আদি বারেবারে ফোন কেটে দিলেও শুভ বলে কারোর দরকারি ফোন এলে ধরে নিতে।

আরও পড়ুনঃ “আমি ধন্য! এই চরিত্র এর আগে কখনওই বাংলা টেলিভিশনে হয়নি!”— শ্রীময়ীর পর লীনা গাঙ্গুলীর শ্রেষ্ঠ সৃষ্টি কমলিনী! অকপট অপরাজিতা!

এরপর, আদি হঠাৎই ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে যায়। শুভও কিছু না বুঝতে পেরে ভয়ে আদির পিছনে ছুটে যায়। বাইরে গিয়ে দেখে আদি দেওয়ালে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এই দেখে কিছুটা স্বস্তিবোধ করে শুভ। কিন্তু, এদিকে মনে মনে আদি জানে কেন সে বাইরে এসেছিল? আদি ভাবে, এতরাতে মোহনা ফোন করে বাইরে তাঁকে ডেকেছিল। মোহনা তাঁর দাদার মুখ থেকে সব কথা শুনে ভয়ে ছুটে এসেছিল আদির কাছে। আর কথায় কথায় সে জানায়, সুনন্দা সব জেনে গেছে।

Notifications Powered By Aplu