অবশেষে ইতি! শেষ হচ্ছে স্টার জলসার বিতর্কিত ধারাবাহিক ‘রোশনাই’! শেষ পর্যন্ত কে পাবে আরণ্যককে, গরিমা না রোশনাই? কবে হবে শেষ সম্প্রচার?

স্টার জলসার (Star Jalsha) সবচেয়ে আলোচিত ধারাবাহিক ‘রোশনাই’ (Roshnai Ending) এবার শেষের পথে। দীর্ঘদিন ধরে নানা বিতর্ক, জটিল সম্পর্ক এবং দর্শকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলা এই ধারাবাহিকের শুটিং শেষ হচ্ছে কবে? প্রথম থেকেই এই ধারাবাহিক নিয়ে শুরু হয়েছিল চর্চা—নায়িকার পরিচয় থেকে শুরু করে খলনায়িকার সহানুভূতি পাওয়া পর্যন্ত। এবার সব বিতর্কে ইতি টানতে চলেছে ‘রোশনাই’-এর শেষ পর্ব।

গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল এক সাধারণ মেয়ে, যে জানত না তার বাবার নাম, শুধু জানত তিনি ছিলেন একজন নৃত্যশিল্পী। সেই সূত্র ধরেই সে স্বপ্ন দেখত বড় হয়ে নৃত্যে প্রতিষ্ঠা পাওয়ার। কিন্তু বাস্তব জীবনের চাপে স্বপ্ন ছুটে যায় দূরে। তখনই গল্পে আসে আরণ্যক, যার সঙ্গে তার বিবাহ হয় ঘটনাচক্রে। অথচ আরণ্যকের জীবনে ইতিমধ্যেই ছিল গরিমা, যে রোশনাইয়ের দিদি।

এখানেই তৈরি হয় এক জটিল ত্রিকোণ সম্পর্ক। বিয়ের পর রোশনাইকে নিজের বাড়িতে এনে, তার স্বপ্নপূরণের পথ প্রশস্ত করে আরণ্যক। কিন্তু ধীরে ধীরে রোশনাইয়ের চরিত্রে আসে নাটকীয় পরিবর্তন। সে শুধু নিজের স্বপ্ন নয়, আরণ্যকের ভালোবাসাও দখলে নিতে চায়। গরিমার সঙ্গে দূরত্ব তৈরি হয়, আর রোশনাই হয়ে ওঠে সেই সম্পর্কের তৃতীয় ব্যক্তি। অথচ এক সময় সে বলত, অন্যের সংসার ভাঙতে চায় না।

বাস্তবে কিন্তু সে নিজেই হয়ে ওঠে বিভাজক। দর্শকদের চোখে রোশনাই-ই হয়ে ওঠে ধারাবাহিকের মূল খলনায়িকা। নায়িকার মুখে এক পর্যায় শোনা যায়, “দয়া করলে তবেই গরিমা পাবে আরণ্যককে”—এই উক্তি শুনে ক্ষুব্ধ হন অনেকেই। নায়িকার বদলে খলনায়িকার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করেন দর্শকরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই চরিত্র বিশ্লেষণ।

আরও পড়ুনঃ প্রতিবাদী কমলিনীর প্রশ্নবাণে কুপোকাত চাঁদু! চন্দ্র কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? এদিকে, কমলিনী কী আদৌ পারবে প্রমাণ করতে চাঁদু একজন প্রতারক? আগামী দিনে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে?

কেউ কেউ বলেন, এই ধারাবাহিকে নৈতিকতা ও বাস্তবতার সীমারেখা অনেক আগেই মুছে গিয়েছিল। সবকিছু মিলিয়ে, বিতর্ক আর সমালোচনার আবহেই ইতি টানতে চলেছে ‘রোশনাই’। শুরু হয়েছিল এক মেয়ের স্বপ্নপূরণকে কেন্দ্র করে, আর শেষ হচ্ছে ভালোবাসা আর সম্পর্কের দোলাচলে। আগামী ৩০ জুন শেষ শুটিংয়ের মাধ্যমে দর্শকদের কাছে থেকে বিদায় নিচ্ছে এই বিতর্কিত কিন্তু চর্চিত গল্প।

You cannot copy content of this page