লাইভে এসে সু’ইসা’ইড থামালেন স্যান্ডি সাহা! স্যান্ডির তৎপরতায় রক্ষা পেল এক জীবন! মৃ’ত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা! নেটিজেনদের কৃতজ্ঞতার স্রোতে ভাসছেন তিনি! ঠিক কী ঘটেছে জানেন?

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তথা অভিনেতা ‘স্যান্ডি সাহা’ (Sandy Saha), বরাবরই থেকেছেন বিতর্কের শিরোনামে। কখনও বিকৃত পোশাক পরে রাস্তায় নেচে ভিডিও করা, আবার কখনও নিজের বক্তব্যের জন্য। কিন্তু এতকিছুর পরেও তিনি নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী। সম্প্রতি নাম জড়িয়েছিল ঠাকুরপুকুর কান্ড, কিন্তু তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন। তাও এতবড় অভিযোগের ভিত্তিতে তাঁকে ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়। গতকাল রাতে তিনি যা করলেন, এখন অবশ্য শুধু প্রশংসার সাগরে ভাসছেন। কী করলেন তিনি?

গতকাল রাতে ‘লহরি সাহা’ নামের এক মহিলা ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে রয়েছে একগুচ্ছ পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি। কিন্তু উপরে রয়েছে যে লেখাটা, সেটা মোটেও স্বাভাবিক নয়! সেখানে লেখা, “বাবা, তুমি আমাকে সাহস আর আত্মবিশ্বাসে বড় করেছ, শিখিয়েছ কীভাবে নিজের পথে চলতে হয়। কিন্তু আজ আমি ক্লান্ত। নিজের অনুভূতি বলেও কেউ বুঝতে চায় না, তাই চুপ করে থাকার অভ্যেস হয়েছে। ভেবেছিলাম শিব আমাকে কোনও উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, কিন্তু এখন নিজেকেই হারিয়ে ফেলেছি।

মনে হয় সময় শেষের পথে, শুধু চাই মেয়ে যেন নিরাপদে থাকে। ও যদি আমাকে মনে না-ও রাখে, তবুও মেনে নিতে পারব যদি ওর জীবনটা ভাল হয়। আমার কুকুরগুলোর যত্ন নিও তুমি আর শিব। আমি সম্পূর্ণভাবে হেরে যাইনি, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছি। যে মানুষটা ছিলাম, এখন নিজেকেই ঘৃণা করি। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকেই ভুলে গেছি। সহানুভূতি ছিল আমার পরিচয়, কিন্তু আজ নিজের প্রতিই তা রাখতে পারিনি। শ্বশুরবাড়ির কাছ থেকে ভালবাসা আশা করেছিলাম, তা আর পাইনি।

বুঝতে পারি না কী ভুল করেছি। ফেসবুকের ছবির পেছনে যে শূন্যতা লুকিয়ে থাকে, সেটা কেউ দেখে না। শুধু চাই আমার মেয়ে আর প্রাণীগুলো যেন ভাল থাকে। যাঁরা সত্যিকারের আমাকে বুঝেছেন, তাঁদের কাছে চিরকৃতজ্ঞ।” এই লেখাটি চোখে পড়তেই স্যান্ডির মনে হয়, এটি সু’ই’সা’ইড নোট! তিনি আর এক মুহুর্তও দেরি না করে ফেসবুকে লাইভ শুরু করেন, বাকিদের অনুরোধ করেন যেন লোহরির সঙ্গে যোগাযোগ করে তাঁকে বোঝায়। তিনি বলেন,”হতে এখনোও কিছুটা সময় আছে, ওকে বাঁচান!”

আরও পড়ুনঃ “দেব আর জিতের পর টলিউডে সুপারস্টার নেই! ওদের যুগ শেষের পথে, নতুন হিরো কোথায়?”— প্রশ্ন তুলেই ক্ষোভ প্রকাশ অভিনেতা সাগ্নিকের! টলিউডের বর্তমান পরিস্থিতি আর নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের হাল নিয়ে সরব অভিনেতা!

তারপর স্যান্ডির লাইভ দেখে সবাই মেয়েটির সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি নিজের সেই পোস্টের নিচে আবারও লিখে জানিয়ে দেন, “আমি ঠিক আছি হেরে যাচ্ছি না। এখনও লড়ার মতো শক্তি আছে, শুধু একটু একটু করে কমে আসছে। সবাই যেভাবে ভালবাসা দেখিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। নিশ্চিত থাকুন, আমি কোনও চরম সিদ্ধান্ত নিচ্ছি না। যতদিন পারি, ততদিন লড়ে যাব।” যদিও স্যান্ডিকেই সবাই ধন্যবাদ এবং বাহবা দিচ্ছেন, এই কঠিন সময় মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য এবং তার আত্মবিশ্বাস একটু হলেও ফিরিয়ে আনার জন্য।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।