শরীর ভালো নেই, বিচ্ছেদের পরই অসুস্থ সুস্মিতা! সমাজ মাধ্যমের ভিডিওতে ধরা পড়েছে শারীরিক কষ্ট! ভিডিও বার্তায় কী জানালেন তিনি?

জন্মদিন মানেই জীবনের বিশেষ দিন। কিন্তু এই বছরটা যেন ‘সুস্মিতা রায়’ (Susmita Roy) এর কাছে একেবারেই অন্যরকম হয়ে উঠল। নিজের জন্মদিনেই স্বামী ‘সব্যসাচী চক্রবর্তী’র (Sabyasachi Chakraborty) সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা করলেন অভিনেত্রী। যদিও এর আগে একবার বিচ্ছেদ (Divorce) হয়েছিল তাঁদের, ফের মিলনও হয়েছিল। কিন্তু এবার বোধহয় আর কোনও আশা নেই— এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর দেওর, অভিনেতা ‘সায়ক চক্রবর্তী’ (Sayak Chakraborty)

তিনি জানিয়েছেন, নানা সমস্যা তৈরি হয়েছিল তাঁদের দাম্পত্যে। দু’জনে সমাধানের চেষ্টা করলেও সম্পর্ক আর টেকেনি। এই বিচ্ছেদের খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা একটি ভিডিও পোস্ট করেন নিজের সমাজ মাধ্যমে। সেখানে একেবারে ভাঙা গলায় জানালেন, তিনি অসুস্থ। পেটে ব্যথা, বমি এবং হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। হাঁটু মুড়তে পারছেন না ঠিক মতো। তাঁর গলাতেই ধরা পড়ছিল অসহায়তা।

তিনি আরও জানালেন, চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন এবং সেই জন্যই তিনি সাহায্য চাইছেন অনুগামীদের কাছে। উল্লেখ্য, যেখান থেকে তিনি এই ভিডিওটি শেয়ার করেন, সেখানে একদা তাঁর এবং স্বামী সব্যসাচীর সংসার ছিল। যদিও এখন তাঁরা সম্পর্ক ছিন্ন করেছেন, কিন্তু এখনও কি একসঙ্গে থাকছেন? নাকি ভিডিওর পেছনের দৃশ্য শুধুই পুরনো স্মৃতি বহন করছে? সুস্মিতা এই বিষয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি।

কিন্তু ভিডিওর আবহ থেকেই অনেক প্রশ্ন উঠেছে অনুরাগীদের মনে। তবে এটা স্পষ্ট যে, জীবনের প্রতিটি পর্যায়ে লড়েই সামনে এগিয়ে এসেছেন সুন্দরবনের মেয়ে সুস্মিতা। ছোট পর্দায় নিজের জায়গা তৈরি করতে সময় লেগেছে, কষ্ট পেতে হয়েছে। সেই সাহস, সেই জেদই তাঁর জীবনের শক্তি। তাঁর এই যন্ত্রণা ও মানসিক বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছেন বহু দর্শক ও অনুরাগী।

আরও পড়ুনঃ স্টার জলসার সিদ্ধান্তে তোলপাড়! ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ আসতেই, কোপ পড়ল ‘গৃহপ্রবেশ’-এর ঘাড়ে! প্রাইম টাইম ছেড়ে কোন স্লটে এই ধারাবাহিক? টিআরপিতে ভরাডুবির আশঙ্কা?

তাঁদের বিশ্বাস, এই দুর্দিনেও ঠিক লড়ে যাবেন সুস্মিতা। সামাজিক এবং শারীরিক বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে যে সাহসে তিনি ক্যামেরার সামনে এলেন, সেটা নিজেই দিল তাঁর মনের জোরের প্রমাণ। জীবনের লড়াইয়ে বারবার ঘুরে দাঁড়ানো এই অভিনেত্রীকে ফের সুস্থ ও হাসিখুশি রূপে দেখতে চাইছে বাংলার দর্শক। সংসার ভাঙলেও, আগামী যেন সুখের হয় এই আশাই করছেন অনেকে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।