স্টার জলসার সিদ্ধান্তে তোলপাড়! ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ আসতেই, কোপ পড়ল ‘গৃহপ্রবেশ’-এর ঘাড়ে! প্রাইম টাইম ছেড়ে কোন স্লটে এই ধারাবাহিক? টিআরপিতে ভরাডুবির আশঙ্কা?

নতুন ধারাবাহিকের আগমনের সঙ্গে সঙ্গে যেন ‘গৃহপ্রবেশ’-এর (Grihoprobesh) ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক দীর্ঘদিন ধরে নেটপাড়ায় প্রশংসা কুড়িয়ে আসছে। যদিও শুরুতে টিআরপির ময়দানে খুব একটা জায়গা করে নিতে পারেনি, তবুও এখন ধারাবাহিকের মোড়ে মোড়ে নতুন চমক দর্শকদের আকর্ষণ করে চলেছে। নায়িকা শুভলক্ষ্মী এবং নায়ক আদৃতের সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক দ্বন্দ্ব —সব মিলিয়ে এক নতুন স্বাদের গল্প গড়ে তুলেছে এই ধারাবাহিক।

ঊষসী রায়ের ছোটপর্দায় প্রত্যাবর্তন এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ। দীর্ঘ চার বছর পরে তিনি টেলিভিশনের পর্দায় ফিরেছেন এই চরিত্রে, আর সঙ্গী হিসেবে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়। শুভলক্ষ্মীর নিউইয়র্কে আসা, এবং অদৃতের পরিবারে নিজেকে প্রমাণ করার চেষ্টাগুলো দর্শকদের আবেগ ছুঁয়ে যায়। একে একে পরিবারের সদস্যদের মন জয় করা, সম্পর্কের জট ছাড়ানোর পথেই এগোচ্ছে গল্প, আর সেই কারণেই ধারাবাহিকটি সময়ের সঙ্গে সঙ্গে টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিচ্ছে।

তবে এবার এক অন্য রকম আশঙ্কা দেখা দিয়েছে অনুরাগীদের মধ্যে। স্টার জলসা তাদের নতুন মেগা ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ নিয়ে আসছে প্রাইম টাইম স্লটে, অর্থাৎ রাত ৮:৩০টা। আর এই স্লটে আগে থেকেই সম্প্রচারিত হচ্ছে ‘গৃহপ্রবেশ’। ফলে গুঞ্জন, রাত ১০টার স্লটে সরিয়ে দেওয়া হচ্ছে শুভ-আদৃতের এই গল্প। শোনা যাচ্ছে, ৭ জুলাই ‘রোশনাই’ শেষ হলে, সেই স্লটেই পাঠানো হবে ‘গৃহপ্রবেশ’।

চ্যানেলের এই সিদ্ধান্তে একাংশ দর্শক চটেছেন। তাঁরা মনে করছেন, টিআরপিতে যেই ধারাবাহিক ভালো ফল করছে, তাকে প্রাইম টাইম থেকে সরিয়ে দিলে দর্শকসংখ্যা কমে যাবে, ফলে টিআরপিও মার খাবে। অনেকেই বলছেন, ‘গৃহপ্রবেশ’-এর মতোন মানসম্মত ধারাবাহিককে এভাবে সরে যেতে বাধ্য করা একেবারেই উচিত নয়। পারিবারিক বন্ধনের গল্প যতটা প্রশংসিত, ততটাই প্রয়োজন এমন গল্পের টিকে থাকা।

আরও পড়ুনঃ বন্ধুদের সামনে প্লুটোকে ‘চরি’ত্রহীন’ বলল মিঠি! বাড়ির লোভে সব সীমা ছাড়াল বুবলাই! ধৈর্যের বাঁধ ভাঙল নতুনের, কমলিনীকে অপমান করতেই বুবলাইকে থাপ্পড় মেরে জায়গা দেখিয়ে দিল সে!

এই পরিবর্তন নিয়ে এখনও মুখ খোলেননি ধারাবাহিকের কোনও অভিনেতা বা চ্যানেল কর্তৃপক্ষ। তবে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। সত্যিই কি এই স্লট বদলের সিদ্ধান্ত ধারাবাহিকের কপালে অমঙ্গল ডেকে আনবে? নাকি গল্পের গতি ও অভিনয় দক্ষতায় আবারও জায়গা করে নেবে দর্শকের মনে? আপাতত সে দিকেই চাতক দৃষ্টিতে তাকিয়ে আছেন ‘গৃহপ্রবেশ’-এর অনুরাগীরা।

You cannot copy content of this page