নতুন করে আরও এক জোড়া দাম্পত্যের (Celebrity Couple) টানাপোড়েন ঘিরে শোরগোল বিনোদন দুনিয়ায়। বিয়ে হয়েছে মাত্র তিন বছর, তার মধ্যেই সম্পর্কে ছেদ পড়ছে বলে জল্পনা। এমন খবরে হতাশ অনুরাগীরা। কারণ, এককালে যাঁদের ভালোবাসার গল্প ছিল আদর্শের মতো, আজ তাঁদের সম্পর্ক ভাঙনের (Divorce) মুখে দাঁড়িয়ে। অনেকে বলছেন, ‘সবে তো শুরু হয়েছিল, তাও কি টেকাতে পারলেন না!’
সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে পদত্যাগ করেছেন এক জনপ্রিয় অভিনেত্রী। সেই সংস্থার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি এবং তাঁর স্বামী। তাঁদের উদ্যোগেই সেই সংস্থার পথচলা শুরু। কিন্তু হঠাৎ করেই পদত্যাগ করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজেই সে খবর জানিয়েছেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের উল্লেখ থাকলেও, এই পদক্ষেপ ঘিরেই ফের উসকে উঠেছে সম্পর্ক ভাঙার গুঞ্জন।
অভিনেত্রীর সমাজ মাধ্যম পোস্টে লেখা ছিল, “ব্যক্তিগত কারণে আমি ফাউন্ডেশনের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিচ্ছি।” এখানেই সামনে আসে তাঁর স্বামীর নাম। তিনি সংগ্রাম সিংহ, এবং যাঁর সঙ্গে বছর তিনেক আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী পায়েল রোহতগি। বিয়ের তৃতীয় বর্ষপূর্তির মুখেই এমন সিদ্ধান্ত, স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি করছে ভক্তমহলে।
এর আগেও এই জুটির সম্পর্কে ফাটলের আভাস পাওয়া গিয়েছিল। ২০২৪ সালে প্রকাশ্যে আসে তাঁদের এক ঝগড়ার ভিডিও। যেখানে স্পষ্ট শোনা গিয়েছিল, পায়েল তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন। এমনকি, তিনি দাবি করেছিলেন, স্বামীর ব্যবহার এবং পারিবারিক পরিবেশের কারণেই তিনি মা হতে পারছেন না। তাঁর কথায়, সংগ্রামের পরিবারের নারীদের নিয়ে ধ্যানধারণা আজও অনেকটাই পিছিয়ে।
আরও পড়ুনঃ “কাজ থাকলেই সম্পর্ক, কাজ ফুরোলেই কেউ চেনে না” অকপট অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় !
লেখাপড়া, পেশা বা নিজের সিদ্ধান্ত— এসবের সুযোগ সেখানে মেয়েদের নেই। ২০২২ সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন পায়েল ও সংগ্রাম। টেলিভিশনের পর্দা থেকে সামাজ মাধ্যম, সর্বত্র তাঁদের রসায়ন ছিল নজরকাড়া। কিন্তু এখন সেই সম্পর্কই ভাঙনের পথে? যদিও এখনও পর্যন্ত সরাসরি কেউই বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। তবে একের পর এক ইঙ্গিত মিলছে তাঁদের দাম্পত্যে অশান্তির। ভক্তরা প্রার্থনা করছেন, সবটা যেন শুধুই গুজব হয়।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।