মাত্র ১৪ বছরেই মায়ের ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে! অতীতে পল্লবী চট্টোপাধ্যায়ের জীবনে কী ঘটেছিল?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ তিনি। সৌন্দর্য ও সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বহু আগেই। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে এখনও বহু প্রশ্ন ঘুরে বেড়ায় দর্শকমহলে। হ্যাঁ, কথা হচ্ছে সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়কে ঘিরে। অনেকেই জানতে চান, তিনি আদৌ বিবাহিত কিনা? তাঁর কোনও সন্তান আছে কিনা? তাঁর জীবনে কি কোনও বিতর্ক আছে? সম্প্রতি এইসব প্রশ্নেরই বিস্ফোরক উত্তর উঠে এসেছে সামনে।

সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে এক তরুণীর ছবি। অনেকেই জানেন না, সেই তরুণী আসলে পল্লবী চট্টোপাধ্যায়ের মেয়ে—রিয়া। দেখতে মা পল্লবীর মতোই আকর্ষণীয় রিয়া একজন পেশাদার ফ্যাশন ডিজাইনার। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছে মামা প্রসেনজিত, মামী অর্পিতা এবং ভাইপত্রী সাঞ্জিতের সঙ্গে। পল্লবী ও তাঁর মেয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, এবং প্রায়ই মেয়ে-জামাই ও শ্বশুরবাড়ির সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।

তবে যা জানলে অবাক হবেন অনেকেই, মাত্র ১৩ বছর বয়সে নিজের মামাতো ভাই রজত ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয়েছিল পল্লবীর। মায়ের সিদ্ধান্তে সেই অপ্রাপ্তবয়স্ক বয়সেই সংসারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। স্কুলে যাওয়ার পাশাপাশি শ্বশুরবাড়ি থেকেই শিখতেন ক্লাসিক্যাল গান। ১৫–১৬ বছর বয়সেই মা হন তিনি। যদিও সেই ছোটবেলার বিয়ে টেকেনি। একাই বড় করেন নিজের মেয়ে রিয়াকে। কিন্তু এই ব্যক্তিগত অধ্যায় আজও দাগ কেটে যায় দর্শকদের মনে।

অভিনেত্রী পল্লবীর সঙ্গে তাঁর বাবা—বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিত চট্টোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই বিতর্কে জর্জরিত। নিজের আত্মজীবনীতে বিশ্বজিত পল্লবীকে “বেয়াদব” বলে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, পল্লবী ও তাঁর মা রত্না চ্যাটার্জী তাঁকে সন্তানদের থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। এমনকি জন্মদিনেও উপহার ফিরিয়ে দেওয়া হতো বলে দাবি তাঁর। ইরা চ্যাটার্জী—বিশ্বজিতের বর্তমান স্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করত বলেও ক্ষোভ উগরে দেন তিনি।

আরও পড়ুনঃ টলিউড থেকে সোজা বলিউড! টেলিপাড়ায় লম্বা বিরতির পর ফিরছেন ‘সোহাগ’ অন্বেষা! শরীর নিয়ে শুনতে হয়েছে অনেক কথা! এবার কার্তিক আরিয়ানের ছবিতে ডাক পেলেন, ‘মিস প্লাস সাইজ ইন্ডিয়া’ জয়ী অভিনেত্রী!

বিশ্বজিত আরও অভিযোগ করেন, মাত্র ১১ বছর বয়সে পল্লবীকে সংসারের দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছিল এবং তিনি ট্যাক্সি চালাতেন বলে যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “আমি সব দিয়েছিলাম, অথচ অপবাদ আমাকেই দেওয়া হয়।” পল্লবীর অতীত জীবনের নানা অধ্যায় আজও অনেকের অজানা। মামা-ভাগ্নির মধ্যকার এক অস্বাভাবিক সম্পর্ক, একাকী সংগ্রাম, বাবার সঙ্গে তিক্ততা—সব মিলিয়ে এই টেলিভিশন অভিনেত্রীর জীবন যেন সিনেমার থেকেও বেশি নাটকীয়।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।