বলিউডের গ্ল্যামার জগৎ যেমন মোহময়, তেমনই সম্পর্কের জটিল গল্পেও ভরা। বহু অভিনেতা-অভিনেত্রীর মতোই একসময় এই আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলার অন্যতম গর্ব, অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। যিনি ‘বালিকা বধূ’ সিনেমার সেই মিষ্টি মুখ থেকে শুরু করে ‘রিমঝিম ঘিরে সাওয়ান’-এর ঝলকায় মন জয় করেছিলেন সারা ভারতের। কিন্তু তাঁর ব্যক্তিজীবনের এক গোপন অধ্যায় অনেকেরই অজানা। কেন তিনি বিয়ে ভাঙতে চেয়েছিলেন? কে ছিলেন সেই ‘অন্যজন’?
বাংলা পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে অভিনয়জীবন শুরু করেছিলেন মৌসুমী। বাংলা ছবি ‘বালিকা বধূ’তে তাঁর অভিনয় আজও স্মরণীয়। এরপর ধীরে ধীরে পা রাখেন বলিউডে। সেখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে একাধিক সুপারস্টার। তাঁর লিপে গান গেয়েছেন খোদ লতা মঙ্গেশকরও। এতটাই স্নেহ ছিল লতার, কারণ মৌসুমী ছিলেন প্রখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ। মৌসুমীর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় ছিলেন হেমন্তর পুত্র এবং পেশায় প্রযোজক।
বিয়ের পর সাধারণত অনেক নায়িকাই অভিনয় ছেড়ে সংসারে মন দিতেন। কিন্তু মৌসুমী ব্যতিক্রম ছিলেন। বিয়ের পরই বলিউডে সক্রিয় হন তিনি। একের পর এক ছবিতে তাঁর উপস্থিতি দর্শকের নজর কাড়ে। ঠিক এই সময়েই ব্যক্তিগত জীবনে নেমে আসে টানাপোড়েন। বলিউডের অন্দরের খবর অনুযায়ী, এই সময়েই অভিনেত্রীর জীবনে প্রবেশ করেন এক বিতর্কিত ব্যক্তি।
মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে এক নামী ফিল্ম ডিস্ট্রিবিউটর রমেশ সিপ্পির সম্পর্ক তৈরি হয় বলে শোনা যায়। বলিপাড়ায় কান পাতলে তখন এমন গুঞ্জনই ঘুরছিল। এই সম্পর্ক এতটাই গভীরে পৌঁছয় যে, নাকি মৌসুমী সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামী জয়ন্তকে ছেড়ে দেবেন। দু’টি সন্তানের মা হয়েও অভিনেত্রী এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন বলে ইন্ডাস্ট্রি সূত্রের দাবি।
আরও পড়ুনঃ ‘ইষ্টিকুটুম’-এর ‘বাহা’ ফিরছেন ছোটপর্দায়? কোন চরিত্রে, কার পরিচালনায়? রণিতার কামব্যাক ঘিরে তুঙ্গে জল্পনা!
তবে সেই সিদ্ধান্তে শেষমেশ দাঁড়াননি মৌসুমী। রমেশ সিপ্পির সঙ্গে সম্পর্ক শেষ করে তিনি ফিরে আসেন স্বামী ও সন্তানদের কাছে। গসিপে ভরা বলিউডেও এই অধ্যায় চুপচাপ থেকে গিয়েছিল দীর্ঘদিন। হয়তো হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ হওয়াটাই তাঁকে কিছুটা আড়াল করে রেখেছিল এই কাঁটা ছাওয়া জগতের চোখ থেকে। আজও এই গল্পটি রয়ে গিয়েছে অনেকের অজানা এক অধ্যায় হয়ে, যা বলিউডের ঝলমলে ইতিহাসে এক গোপন ছায়া ফেলে রেখেছে।