‘ইষ্টিকুটুম’-এর ‘বাহা’ ফিরছেন ছোটপর্দায়? কোন চরিত্রে, কার পরিচালনায়? রণিতার কামব্যাক ঘিরে তুঙ্গে জল্পনা!

বাংলা ধারাবাহিকপ্রেমীদের মনে এখনও জাগ্রত ‘বাহা’র স্মৃতি। স্টার জলসার ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে এই চরিত্রের জনপ্রিয়তা আজও টেলিভিশন দুনিয়ার অন্যতম উদাহরণ। বহু বছর কেটে গেলেও ছোটপর্দার দর্শক আজও অভিনেত্রী রণিতা দাসকে ‘বাহা’ বলেই চেনে। তাঁকে ঘিরে এখনও রয়েছে তীব্র কৌতূহল ও আবেগ। আর সেই আবেগকে কেন্দ্র করেই ফের নতুন করে চর্চায় উঠে এলেন রণিতা।

রণিতা দাস নিয়মিত কোনও ধারাবাহিকে নেই বহু বছর। তবে সম্পূর্ণ ছোটপর্দা থেকে সরে যাননি। সম্প্রতি স্টার জলসার অনুষ্ঠানে, পুরস্কার বিতরণীর মঞ্চে ‘বাহা’র পুরনো অবতারে তাঁকে দেখতে পেয়েছেন দর্শকরা। এমনকি স্টার জলসার ধারাবাহিক ‘হচ্ছেটা কী’-তেও তিনি অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা— তবে কি ‘বাহা’ আবার ফিরছেন?

এই প্রত্যাবর্তনের নেপথ্যে পরিচালক হিসেবে নাম উঠে এসেছে লীনা গঙ্গোপাধ্যায়ের। টেলিপাড়ার ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, লীনার নতুন একটি পারিবারিক গল্পে ফের দেখা যেতে পারে রণিতাকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রণিতা বা লীনা কেউই মুখ খোলেননি। তবে সূত্র বলছে, রণিতার লুক সেট করা হয়ে গিয়েছে এবং অন্যান্য অভিনেতাদের লুক টেস্টও চলছে।

এই নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে কে থাকছেন, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু ১০ বছর পরে পুরনো ‘বাহা’কে নতুন রূপে দেখার কৌতূহল থেকেই যাচ্ছে। ‘বাহা’ চরিত্রের আবেগ এখনও দর্শকের মনে তাজা। ‘ইষ্টিকুটুম’-এর সময় থেকেই এই চরিত্র নিয়ে চলে এসেছে অসংখ্য আলোচনা, মিম, ট্রেন্ড। রণিতার কাছে এটা শুধুই একটা চরিত্র নয়, বরং তাঁর কেরিয়ারের মাইলফলক।

আরও পড়ুনঃ “ভুলটা ভুলই, রবীন্দ্রনাথকে চূড়ান্ত অপমান করে এত যুক্তি সাজে না!”—এবার ‘চণ্ডালিকা’ প্রসঙ্গে দেবলীনার ‘ফিউশন’ যুক্তিকে খণ্ডন করে তাকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ যীশুর দিদির! দেবলীনার উপস্থাপনায় রাগে ফুঁসছে দর্শক থেকে শিল্পী মহল!

তাহলে কি রণিতা আবার ছোটপর্দায় ফিরছেন ‘বাহা’র আধুনিক রূপে? অভিনেত্রী এখন ‘দেবী’ নামক একটি জি ৫ ছবিতে নায়িকার চরিত্রে ব্যস্ত। এর মধ্যেই ‘বাহা’র প্রতি দর্শকের অনুরাগ, সামাজিক মাধ্যমে চরিত্রটি নিয়ে আজও চলা আলোচনা এবং চ্যানেল মঞ্চে মানুষের প্রতিক্রিয়া— সব মিলিয়েই নাকি তাঁকে টেলিভিশনে ফেরার জন্য অনুপ্রাণিত করেছে। ঠিক ১০ বছর পরে এই প্রত্যাবর্তন বাস্তব হলে, তা নিঃসন্দেহে ছোটপর্দার অন্যতম বড় ঘটনা হয়ে দাঁড়াবে।

You cannot copy content of this page