টালিউডের অন্যতম চর্চিত নাম ‘সৃজিত মুখোপাধ্যায়’ (Srijit Mukherji)। তাঁর প্রতিটি ছবির মতোই ব্যক্তিগত জীবনও থাকে আলোচনার কেন্দ্রে। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে ঋতাভরী চক্রবর্তী—পরিচালকের সঙ্গে নানা নায়িকার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহু পুরনো। তবে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন সৃজিত এবং তরুণ অভিনেত্রী ‘সুস্মিতা চট্টোপাধ্যায়’ (Susmita Chatterjee)। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re) ছবির শুটিং চলাকালীন পুরীতে একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা।
সেখানেই সমুদ্রতটের এক মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নিয়ে রীতিমতো ঝড় তুলেছেন সুস্মিতা। ইনস্টাগ্রামে সেই ছবিতে ক্যাপশন ছিল ‘স্যার আঁখো পর’। ক্যাপশন পড়ে ও ছবি দেখে অনেকেই ধরে নিচ্ছেন, দু’জনের মধ্যে শুধুই পেশাদার সম্পর্ক নেই। তবে বিষয়টা চর্চা পর্যায়েই থাকলেও, হঠাৎ করে ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে হাত ধরে তাঁদের প্রবেশ আরও জল্পনা উসকে দেয়। গোটা অনুষ্ঠানে সৃজিত যেন এক মুহূর্তের জন্যও সুস্মিতার পাশ ছাড়েননি।
এমনকী ‘প্রাক্তন প্রেমিকা’ জয়া আহসানের সঙ্গে ছবি তোলার সময়ও সুস্মিতা ছিলেন তাঁর পাশে! প্রিমিয়ারে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁদের। প্রেম করছেন কি না জানতে চাওয়া হলে দু’জনেই হাসিমুখে বিষয়টি এড়িয়ে যান। সৃজিত সুস্মিতার দিকে তাকিয়ে বলেন, “সুস্মিতা কী বলতে চাও তুমি?”, আর অভিনেত্রী বলেন, “আমরা খুব ভাল বন্ধু, আর এখন খুব কাছের বন্ধু হয়ে গেছি।” কেউই সরাসরি প্রেমের কথা স্বীকার করলে না এদিন।
তবে, তাঁদের মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, সেটুকু তাঁরা অস্বীকারও করেননি। কিন্তু এখানেই থেমে নেই আলোচনা। সমাজ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, মিথিলার সঙ্গে সম্পর্ক কি তবে শেষের দিকে? কারণ বহুদিন ধরেই মিথিলা থাকেন বাংলাদেশে, এবং তাঁদের একসঙ্গে দেখা যায়নি দীর্ঘদিন। যদিও তাঁদের বিচ্ছেদের জল্পনা একাধিকবার উঠেছে, কিন্তু কখনওই এই নিয়ে মুখ খোলেননি কেউই। তবু সময়ের সঙ্গে তাঁদের দূরত্ব যে বেড়েছে, সেটা অনেকটাই স্পষ্ট।
আরও পড়ুনঃ “আমি কাউকে বলিনি আমার মতো সন্তান মানুষ করুক!”— ছেলেকে কড়া নিয়মে বড় করার অভিযোগে নেটিজেনদের চোখে ‘টক্সিক মা’ অঞ্জনা! এবার ট্রোলারাদের একহাত নিলেন পর্দার ইন্দ্রাণী!
এই পরিস্থিতিতে সৃজিত ও সুস্মিতার ‘বন্ধুত্ব’ কতটা গভীর, তা নিয়ে টলিপাড়ায় প্রশ্ন উঠতেই পারে। উল্লেখ্য, টলিপাড়ায় নায়কদের থেকে বেশি সম্পর্কে জড়িয়েছেন সৃজিত, কার্যত প্রতিবছরে নতুন কোনও প্রেমিকার নাম শোনা যায়। তবে সুস্মিতার সঙ্গে প্রেমে থাকুন বা না থাকুন, একসঙ্গে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত এবং পারস্পরিক স্বাচ্ছন্দ্য দেখে অনেকেই বলছেন, নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে কি না, তার উত্তর হয়তো দেবে আসন্ন দিনগুলো।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।