বেনারসের পবিত্র ঘাটে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল, অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন তিনি নিজেই। সম্প্রতি বেনারসে গিয়ে ঘরোয়া আয়োজনে তিনি বিয়ে সারেন মডেল ঋত্বিকা গিরির সঙ্গে। সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে তোলা কিছু ছবি শেয়ারও করেছিলেন হিরণ, যদিও অল্প সময়ের মধ্যেই সেই পোস্ট মুছে দেন। তবু খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ভক্তদের মধ্যে কৌতূহল যেমন বেড়েছে, তেমনই নতুন দাম্পত্য জীবন নিয়ে শুভেচ্ছার বন্যাও বইছে।
এর আগে কয়েক বছর আগেই প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল হিরণের। বিচ্ছেদের পর তিনি বেশিরভাগ সময় কাটাতেন খড়্গপুরে এবং রাজনীতির কাজেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন। সেই সময় ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শোনা গেলেও প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি তিনি বা তাঁর প্রাক্তন স্ত্রী। এমনকি তাঁদের একমাত্র কন্যার সঙ্গেও হিরণের সম্পর্ক তেমন স্বাভাবিক নয় বলেই শোনা যায়। এই সব টানাপোড়েনের পর নতুন সম্পর্ক এবং নতুন জীবন শুরু করাকে অনেকেই দেখছেন এক সাহসী সিদ্ধান্ত হিসেবে।
অন্যদিকে অভিনয়জগৎ থেকেও বেশ কিছুদিন দূরে ছিলেন হিরণ। ২০২০ সালের পর বড়পর্দায় তাঁকে আর দেখা যায়নি। রাজনীতিতে যোগ দেওয়ার পর শুটিংয়ের সময় কমে যায় এবং ধীরে ধীরে টলিউড থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তবে গত বছর থেকেই শোনা যাচ্ছে, আবার সিনেমায় ফিরতে চলেছেন অভিনেতা। টলিউড সূত্রে খবর, পরিচালক নেহাল দত্তর ছবিতে হিরণ ও পায়েল সরকারকে ফের একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে বলে জানা গিয়েছে, যদিও ছবির নাম বা গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ হয়নি।
একসময় হিরণ ও পায়েল সরকারের জুটি টলিউডে দারুণ জনপ্রিয় ছিল। একের পর এক হিট ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করেছিল। জামাই ৪২০, জামাই বরণ, জিও পাগলা কিংবা লে হালুয়ার মতো ছবিতে তাঁদের জুটি বক্স অফিসে সাড়া ফেলেছিল। পরে হিরণ নিজের প্রযোজনা সংস্থা শুরু করেন এবং মেহের আলী ছবিতেও পায়েলের সঙ্গে কাজ করেন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে মেনস্ট্রিম ছবির ধারা বদলেছে এবং এই জুটিকে আর নিয়মিত দেখা যায়নি।
আরও পড়ুনঃ “আগের মতো বাংলা ছবির উন্মাদনা আর নেই”— সোহম চক্রবর্তীর বিস্ফোরক স্বীকারোক্তি! বড় বাজেটের দাপটে কি হারিয়ে যাচ্ছে গল্পনির্ভর ছোট বাংলা ছবি? দর্শক মুখ ফিরিয়ে নেওয়ায় দায় কার— ইন্ডাস্ট্রির না সময়ের পরিবর্তনের?-কি জানালেন অভিনেতা?
দীর্ঘ বিরতির পর আবার বড়পর্দায় এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। আগের মতোই কি রোমান্টিক চরিত্রে দেখা যাবে তাঁদের, নাকি বয়স ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন রূপে হাজির হবেন হিরণ ও পায়েল, সেটাই এখন দেখার অপেক্ষা। ব্যক্তিগত জীবনে নতুন শুরু আর কর্মজীবনে সম্ভাব্য কামব্যাক মিলিয়ে হিরণের জীবন যেন আবার নতুন করে আলোয় ভরে উঠছে।






