প্রতিদিন সন্ধে হলেই টিভির সামনে বসে পড়েন একদল দর্শক, যাঁদের কাছে ধারাবাহিক মানেই আবেগ। কখনও আইনি লড়াই, কখনও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ—এই নিয়েই শুরু হয়েছিল ‘গীতা এলএলবি’। স্টার জলসার এই ধারাবাহিক ২০২৩ সালের নভেম্বরে সম্প্রচার শুরু হতেই দর্শক টানতে সক্ষম হয়েছিল চমৎকার গল্প এবং অভিনয়ের গুণে। হিয়া মুখার্জী ও কুনাল সিলের নতুন জুটি প্রথম থেকেই নজর কাড়ে দর্শকদের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক ধারাবাহিকের মতো ‘গীতা এলএলবি’-র ভাগ্যেও নেমে এসেছে পরিবর্তনের ছায়া।
একটা সময় ছিল যখন ‘গীতা এলএলবি’ ছিল বাংলার টপার। কিন্তু গত কয়েক মাস ধরে দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গিয়েছে। টিআরপি তালিকায় সেরা দুই-তিনে থাকা এই ধারাবাহিক এখন সেরা দশেও নেই। একের পর এক নতুন সিরিয়ালের ভিড়ে হারিয়ে গিয়েছে গীতার লড়াই। দর্শকের আগ্রহ কমে গিয়েছে, যার ফলে চ্যানেল ও প্রোডাকশন হাউসের মধ্যেও আলোচনার ঝড় উঠেছে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে।
এই টানাপড়েনের মাঝেই স্টার জলসা আনছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। ইতিমধ্যেই চ্যানেল থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে ৩০ জুলাই থেকে সন্ধ্যা সাড়ে ছ’টায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। অর্থাৎ এককথায় গীতা এলএলবি-র বর্তমান টাইম স্লটেই জায়গা নিতে চলেছে ‘লক্ষ্মী ঝাঁপি’। এমন ঘোষণার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন, তাহলে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে ‘গীতা এলএলবি’?
আরও পড়ুনঃ স্ত্রী মিথিলা এখন অতীত, সুস্মিতার হাত ধরেই পুরী থেকে প্রিমিয়ারে হাজির সৃজিত! টলিউডে সৃজিত-সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন তুঙ্গে! ফের নয়া সম্পর্ক নিয়ে পরিচালককে কটাক্ষ সমাজ মাধ্যমে! সম্পর্ক নিয়ে কি জানালেন দুজনে?
দর্শকদের মন খারাপ হলেও প্রোডাকশন হাউস সাফ জানিয়ে দিয়েছে, সময় পরিবর্তনে তারা মোটেই রাজি নয়। তারা চায় না ধারাবাহিককে অন্য স্লটে সরিয়ে দেওয়া হোক। সেই কারণে দু-এক সপ্তাহ হয়তো অন্য সময়ে সম্প্রচারের চিন্তা হলেও, মূলত গীতা এলএলবি-কে ৩০ জুলাই-ই শেষ করা হচ্ছে—এমনটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
অর্থাৎ প্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’-র পথ চলা শেষের দিকে। যারা গীতার লড়াই, সাহস এবং কোর্টরুম ড্রামার ভক্ত ছিলেন, তাদের জন্য এই বিদায় কঠিন। এখন দেখার, ‘লক্ষ্মী ঝাঁপি’ আদৌ দর্শকের মনে সেই জায়গা নিতে পারে কিনা।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।