একটা মৃ’ত্যু, বিশেষ করে বলতে গেলে একজন তরুণ ছাত্রের মৃ’ত্যু সেদিন গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে আয়না দেখিয়ে দিয়েছিল। সালটা ২০২৩, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ‘স্বপ্নদীপ কুণ্ডু’র মৃ’ত্যু (JU Student Death) গোটা রাজ্যকে যেন এক মুহুর্তে নাড়িয়ে দিয়েছিল। অভিযোগ উঠেছিল, প্রাক্তন পড়ুয়াদের অমানবিক ‘র্যা’গিং’-এর ফলেই অকালে ঝরে যায় এই তরুণের প্রাণ। সেই সময় শিক্ষাক্ষেত্রের নিরাপত্তা এবং রক্ষনশীলতা নিয়ে তুমুল প্রশ্ন উঠেছিল।
ছাত্র-ছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে নানা মহল থেকে দাবি ওঠে, আর সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা আজও অমীমাংসিত রয়ে গেছে। এই চাঞ্চল্যকর ঘটনাই এবার নতুন করে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty)। সূত্র বলছে, স্বপ্নদীপের মর্মান্তিক পরিণতি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নির্মাণ করছেন একটি চলচ্চিত্র।
শুধু তাই নয়, ছবিটিতে থাকছে পরিচিত মুখের পাশাপাশি কিছু নতুন প্রতিভাও। খবর অনুযায়ী, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় থাকবেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে, আর তরুণ অভিনেতা রোহন ভট্টাচার্যের নামও আলোচনায়। যদিও রোহন এ বিষয়ে এখনই মুখ খুলতে চাননি, তবে ইঙ্গিত দিয়েছেন খুব শিগগিরই সবটা জানা যাবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ নিজের সমাজ মাধ্যমে সেই ইঙ্গিত স্পষ্ট করেছেন। রাজ এদিন কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম ও হাওড়া ব্রিজের একটি গ্রাফিক চিত্র শেয়ার করেছেন।
সেই ছবিতেই বড় করে লেখা ছিল ‘১৫’। ধারণা করা হচ্ছে, এই তারিখেই পরিচালক তাঁর নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন। ফলে স্বাধীনতা দিবসের ঠিক আগেই সিনেপ্রেমীদের জন্য বিশেষ কোনও চমক থাকতে পারে। টলিপাড়ায় ইতিমধ্যেই ছবিটি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে এখানেই শেষ নয়! শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তী সমান্তরালভাবে আরজি কর হাসপাতাল কাণ্ডের ইতিবাচক দিক নিয়েও একটি প্রজেক্টের পরিকল্পনা করছেন। যদিও এই বিষয়ে পরিচালককে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তির প্রাক্কালে, ‘দেশু’ ভক্তদের জন্য বিশেষ চমক! আজ নৈহাটিতে বড়মা মন্দিরে দেব-শুভশ্রী! আবার কি এক ফ্রেমে ধরা দেবেন প্রতীক্ষিত জুটি? অপেক্ষায় টলিপাড়া থেকে আপামর ভক্তরা!
আপাতত তিনি নতুন ছবি নিয়ে চূড়ান্ত নীরবতা বজায় রেখেছেন, যা জল্পনাকে আরও উসকে দিচ্ছে। প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালে পরিচালক অয়ন চক্রবর্তী একই ঘটনার উপর ভিত্তি করে ‘বিজয়া’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছিলেন, যা মুক্তি পেয়েছিল হইচই ওটিটি প্ল্যাটফর্মে। স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবদত্ত রাহার অভিনয়ে সেই সিরিজ যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকমহলে। এখন দেখা যাক, রাজের হাত ধরে বড়পর্দায় এই ঘটনা কতটা প্রভাব বিস্তার করতে পারে। সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৫ আগস্টের ঘোষণার জন্য।