“সিনেমা ডাকে না, সিরিয়ালই বাঁচিয়ে রেখেছে!” “চরিত্র বাছাইয়ের মতো আর্থিক অবস্থা নেই এখন!”— বড় পর্দায় অনুপস্থিতি নিয়ে অকপট চন্দন সেন! টলিউডের বর্তমান পরিস্থিতিতে, শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা অভিনেতার!

টলিউডের (Tollywood) জনপ্রিয় মুখ ‘চন্দন সেন’ (Chandan Sen) দীর্ঘদিন ধরেই বড় ও ছোট পর্দায় সমানভাবে কাজ করে যাচ্ছেন। বহুমুখী চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য দর্শকের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় পর্দায় তাঁর উপস্থিতি তুলনামূলকভাবে কমে এসেছে। এর পরিবর্তে তাঁকে এখন বেশি দেখা যাচ্ছে টেলিভিশনের ধারাবাহিকে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে অভিনেতাকে বহুদিন পর খোলামেলা কথা বলতে শোনা যায়।

সাক্ষাৎকারে চন্দন সেন জানিয়েছেন, চরিত্র বাছাইয়ের বিলাসিতা তাঁর বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়। তাঁর কথায়, আর্থিকভাবে এমন জায়গায় নেই যে প্রতিটি চরিত্র নিজের মতো করে বেছে নেবেন। তবে কোনও চরিত্র যদি একেবারেই পছন্দ না হয়, তাহলে তিনি তা প্রত্যাখ্যান করবেন— এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর আছে। অভিনয় জীবনের প্রতি তাঁর ভালোবাসা অটুট থাকলেও বাস্তবতা মেনে চলার কথাও তিনি স্বীকার করেছেন।

অভিনেতা খোলাখুলিভাবে জানান, বর্তমানে টেলিভিশন ধারাবাহিকই তাঁর মূল ভরসা। সিরিয়ালের কাজ তাঁকে কর্মজীবনে টিকিয়ে রেখেছে। সিনেমা থেকে ডাকা এখন বিরল ঘটনা বলেই মন্তব্য করেন তিনি। চন্দন সেনের মতে, সিনেমা জগতে এখন প্রতিযোগিতা যেমন তীব্র, তেমনি সুযোগ পাওয়াও কঠিন আর তার উপরে সুন্দর চেহারাই অনেকাংশে চরিত্র বাছাইয়ের প্রধান শর্ত হিসেবে কাজ করে, এখন আর আগের মতো অভিনেতার গুণ দেখে চরিত্র দেওয়া হয় না।

এইসব কারণেই বড় পর্দায় তাঁর সক্রিয়তা আগের মতো নেই। তিনি আরও জানান, ২০২৪ সালে যতগুলো সিনেমা রেজিস্ট্রেশন হয়েছে, ২০২৫ সালে তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি শিল্পীদের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক। কাজের সংখ্যা কমে যাওয়া মানে অভিনেতাদের সুযোগও সীমিত হয়ে আসা। ফলে টেলিভিশনই হয়ে উঠছে অনেকের কাছে একমাত্র কর্মক্ষেত্র, কারণ বর্তমান দিনে অর্থই হচ্ছে একমাত্র সত্যি।

আরও পড়ুনঃ “আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেকটাই পরিষ্কার এবং সেফ! “এখানে রে’প হয় না, কিন্তু সীমারেখা হারিয়ে ফেলার মানুষ আছেন!”— শারী’রিক নির্যা’তন নিয়ে যে ধারণা আছে সেটা পুরনো দিনের অভিজ্ঞতা থেকে এসেছে, জানালেন অঙ্গনা রায়!

উল্লেখ্য, ক্যা’ন্সারের মতো মা’রণ ব্যাধিকে হার মানিয়ে তিনি ফিরে এসেছেন অভিনয়ের টানে। বর্তমানে টিভিতে কাজের পাশাপাশি তিনি ক্যা’ন্সার আক্রান্তদের নিয়ে একটি নাট্যদল চালান। চন্দন সেনের সম্প্রতি মন্তব্য টলিউডের বর্তমান পরিস্থিতি ও শিল্পীদের বাস্তব চ্যালেঞ্জ স্পষ্ট করে তুলেছে। তবুও তিনি আশাবাদী, ভবিষ্যতে সুযোগ আসলে বড় পর্দায় আবারও দর্শকদের মন জয় করবেন। আপাতত ধারাবাহিকের চরিত্র নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিজ্ঞ অভিনেতা।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।