টলিউডের বহুল আলোচিত জুটি ‘যশ দাশগুপ্ত’ (Yash Dasgupta) ও ‘নুসরত জাহান’কে (Nusrat Jahan) ঘিরে সবসময়ই দর্শক ও অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। তাঁদের একসঙ্গে থাকা থেকে শুরু করে সন্তানের জন্ম, আবার ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়া— সবকিছুই বহুবার খবরের শিরোনামে উঠে এসেছে। তবে কিছুদিন আগে সেই সম্পর্কে ফাটল ধরেছে বলে গুঞ্জন ছড়ায়। দু’জনেই নাকি সমাজ মাধ্যমে একে অপরকে আনফলো করেন। শুধু তাই নয়, সন্তানদের নিয়েও আলাদা ছুটি কাটিয়েছেন তাঁরা।
নুসরত গিয়েছিলেন পাহাড়ে বোন ও ঈশানকে নিয়ে, অন্যদিকে যশ ছুটি কাটান সমুদ্রতটে প্রথম পক্ষের ছেলে রেয়াংশকে সঙ্গে নিয়ে। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। নুসরতের জীবনের নানা অধ্যায় যেমন পর্দার আড়ালে আলোচনার বিষয় হয়েছে, তেমনই রাজনীতির মঞ্চেও তিনি কম বিতর্কে জড়াননি। ৩১ বছর বয়সে, ২০২১ সালে মা হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে নানা কটাক্ষ ছুটে আসে। যশের সঙ্গে তাঁর সম্পর্ক এবং নিখিল জৈনের সঙ্গে বিয়ের বৈধতা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল।
সংসদে দাঁড়িয়ে নুসরত নাকি বিয়ের বিষয়টি অস্বীকার করেছিলেন। যদিও এ প্রসঙ্গে অভিনেত্রী সাফ জানালেন, তাঁকে ভুলভাবে বোঝানো হয়েছিল, এমন কথা তিনি কখনও বলেননি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নুসরত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অকপট মত প্রকাশ করেন। নিজের বক্তব্যে তিনি বলেন, “মানুষ আমাকে সবসময় বিতর্কের চোখ দিয়ে দেখে। নুসরত মানেই বিতর্ক—এই ট্যাগটা আজও আমায় ঘিরে থাকে। কিন্তু আমি শুধু বিতর্কের চেয়ে অনেক বেশি কিছু। যারা আমাকে নিয়ে সমালোচনা করে, তারা আমার ব্যক্তিগত লড়াই কিংবা সমস্যার ভেতরটা জানে না।
অনেক কথাই অর্ধসত্য, আর সেই অর্ধসত্যই বড় হয়ে সামনে আসে।” অতীত জীবনের নানা সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করেন, সংসদে দাঁড়িয়ে তিনি কখনোই বলেননি যে তাঁর বিয়ে হয়নি। তাঁর কথায়, “আমাকে নিয়ে বলা হয়েছিল যে নুসরাত বিয়ে করে বলেছে বিয়ে হয়নি! আমি এই কথা একবারও বলিনি। আমি কি মূর্খ না পাগল? বিয়ে করে সংসদে গিয়ে সিঁদুর পরে শপথ নিয়ে বলব, আমার বিয়েটাই হয়নি! তাহলে আমার তো পাগলাগারদ থেকে একবার ঘুরে আসা উচিত ছিল।” এ প্রসঙ্গে আরও বললেন, অতীত খুঁড়তে চান না।
তবে পরিষ্কার করতে চান সব ধোঁয়াশা। তিনি আরও বলেন, “নিখিলের তরফ থেকেই আইনি চিঠি এসেছিল। যেখানে ছিল যে, রেজিস্ট্রি করে বিয়ে নয় বলে এটাকে কোনও বৈধতা নেই। যেখানে গোটা বিশ্ব দেখল বিয়েটা, সেটা সত্যিই নয়, এমন কথা আমি কী করে বলতে পারি?” অভিনেত্রী আরও জানান, নিখিলের সঙ্গে বিয়ে আইনসিদ্ধ না হলেও সেটা তাঁর কাছে বিয়েই ছিল। সময়ের অভাবেই রেজিস্ট্রি হয়নি। দেশের বাইরে বিয়ে সেরে ফিরে সংসদীয় কাজে যোগ দেওয়ার পর আর সুযোগ হয়ে ওঠেনি।
আরও পড়ুনঃ “মাচা আমার জন্য না, করি শুধু টাকার জন্য!”— শ্বেতার মন্তব্যে ক্ষুব্ধ দর্শক, সম্মান হারালেন এক মুহূর্তে! ‘মাচা করা খারাপ কিছু না…ম্যাডাম যেটা মাচা বলছেন সেটা একটি শিল্পীদের মঞ্চ।’ ‘অতিরিক্ত ভালো সাজতে গেলে যা হয়, সিম্প্যাথী লাগে সবসময়! স্টেজ শো বলা যেত না?’— নেটিজেনদের কটাক্ষ!
সেই ভুল স্বীকার করে নুসরত বলেন, তিনি ঠিকভাবে বিষয়টা বুঝিয়ে বলতে পারেননি। তবে অতীতকে অস্বীকার করেন না। তাঁর কথায়, “হ্যাঁ, নিখিলের সঙ্গে বিয়ের রেজিস্ট্রির সময় পাইনি, কিন্তু বিয়ে তো হয়েছিল। আইনসিদ্ধ হোক বা না হোক, সেই বিয়েটা আমি মন থেকে করেছিলাম। কপাল মন্দ হলে অনেক কিছুই ঠিকমতো হয় না। কিন্তু যশ আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে।” যশের সঙ্গে বর্তমান তিনি অনেক বেশি শান্তিতে আছেন। দুই ছেলেকে নিয়ে তাঁদের সংসারে সুখ আছে, সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ব্যক্তিগত জীবন নিয়ে এর বেশি কিছু বলতে চান না বলে স্পষ্ট জানান তিনি।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
“শুভশ্রীর সঙ্গে ছিলাম মাত্র ৪ বছর, রুক্মিণীর সঙ্গে ১২ বছর!” শুভশ্রীকে প্রতি কথায় অপমান করেন কেন? ‘বুড়ো ভাম, অন্যকে ছোট করার আগে নিজের দিকে তাকান!’ ‘শুভশ্রী আজ সফল, তোমরা শুধু সহ’বাস করেই যাও!’– দেবকে কড়া ভাষায় নিন্দা ভক্তদের!