অভিনয় জীবনের নতুন অধ্যায়ে রাহুল মজুমদার! স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরপ্রথমবার শ্রী রামের রূপে চমক দেবেন তিনি! ছোটপর্দায় আসছে রামায়ন? দেখা যাবে কোন চ্যানেলে?

টেলিভিশন দিয়েই অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেতা ‘রাহুল মজুমদার’ (Rahul Mazumdar)। দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠলেও, বর্তমানে রাহুলকে টেলিভিশন থেকে কিছুটা দূরে ছিলেন। তবে আসন্ন মহালয়ার (Mahalaya) সকালে তিনি দর্শকদের জন্য আনতে চলেছেন এক বিশেষ উপহার। বাঙালির প্রাণ, বহু প্রতীক্ষিত দুর্গা পুজোতে এবার তাঁকে দেখা যাবে একেবারেই নতুন রূপে, এমন একটি চরিত্রে যা তিনি আগে কখনও করেননি!

প্রসঙ্গত, মহালয়া বাঙালির কাছে কেবল একটি বিশেষ দিন নয়, এক আবেগের নাম। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ শোনার মধ্য দিয়েই পুজোর সূচনা ঘটে। কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে এর উপস্থাপনা। প্রতিবছর মহালয়া মানেই দর্শকের কাছে দেবী দুর্গার মর্তে আসার দিন, আর সেদিন টেলিভিশন থেকে শুরু করে ওটিটি বিভিন্ন মাধ্যমে মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত হয়। দেবী রূপে জনপ্রিয় অভিনেত্রীরা অংশগ্রহণ করে থাকেন।

এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের নতুন চমক, সান বাংলার বিশেষ নিবেদন—’অকাল বোধন’। সেখানে মহিষাসুরমর্দিনীর চরিত্রে বহু বছর পর ফিরছেন পায়েল দে। দেবী রূপে তাঁর আবির্ভাব দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করবে বলেই আশা। অন্যদিকে সম্রাট মুখোপাধ্যায় থাকছেন মহাদেবের চরিত্রে, যাকে বর্তমানে ‘আকাশ কুসুম ২’-এ নিয়মিতই দেখা যাচ্ছে। আর এই উদ্যোগেই রাহুল মজুমদারের নতুন চমক, তাঁকে দেখা যাবে রামের চরিত্রে! নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে রাহুল জানালেন, মহালয়া তাঁর কাছে সবসময়ই বিশেষ একটি দিন ।

বন্ধুদের সঙ্গে লং ড্রাইভ বা আড্ডাই এই দিনে তাঁর সঙ্গী। যদিও এর আগে মহালয়ার অনুষ্ঠানে অভিনয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি মনে করতেন, এই ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তবে এবার সান বাংলার অনুরোধে আর না বলতে পারেননি তিনি। তাঁর কথায়, সাহস করেই এই নতুন চরিত্রে অভিনয় করেছেন এবং সেই চ্যালেঞ্জও তাঁকে এক অন্য অভিজ্ঞতার স্বাদ দিয়েছে। তবে নতুন চরিত্রে অভিনয় করতে গিয়েই সামান্য বিপত্তির মুখে পড়তে হয়েছে অভিনেতাকে।

আরও পড়ুনঃ “শুটিংয়ে ফ্লোর থমথমে হয়ে গিয়েছিল… আমিও চোখের জল সামলাতে পারিনি”, “পর্দায় মৃ’ত্যু দেখে মা-ও ভেঙে পড়েছিলেন কান্নায়, শববাহী গাড়িতে শুতে হবে কল্পনাও করিনি!”— খোলামেলা স্বীকারোক্তি পার্থর, শেষ শর্টে শববাহী গাড়িতে শুয়ে কী অনুভব করেছিলেন তিনি?

একটি দৃশ্যে ধনুক থেকে তীর ছোঁড়ার সময় অসাবধানতায় পড়ে গিয়ে পা মচকে ফেলেন রাহুল। গোড়ালিতে চোট পাওয়ায় প্রথম কয়েকদিন ভীষণ ব্যথার মধ্যেও শুটিং চালিয়ে যেতে হয়েছিল তাঁকে। যদিও বর্তমানে তিনি আগের থেকে সুস্থ, তবু এই ঘটনা থেকে স্পষ্ট যে, চরিত্রের প্রতি দায়বদ্ধতা কতখানি গুরুত্ব দিয়ে পালন করেছেন তিনি। এখন দেখার পালা, অভিনেতা নিজের অভিনয় দিয়ে পুরুষোত্তম শ্রী রামকে কতটা জীবন্ত করে তোলেন!

https://www.facebook.com/share/v/1EzMb2wQQL/

 

You cannot copy content of this page