ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় নতুন চরিত্রে অভিনেত্রী আয়েন্দ্রী রায়! কোন সিনেমায় দেখা যাবে তাকে?

টেলিভিশনের পর্দায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বহু অভিনেতা-অভিনেত্রী। কখনও ইতিবাচক চরিত্রে আবার কখনও নেতিবাচক ভূমিকায়, তাঁদের অভিনয় ক্ষমতাই হয়ে ওঠে মূল আকর্ষণ। সাম্প্রতিক সময়ে এমনই এক নাম আয়েন্দ্রী রায়। ছোটপর্দায় বিভিন্ন ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী বর্তমানে দেখা দিচ্ছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-তে। কিন্তু টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এবার নায়িকার জীবনে আসতে চলেছে নতুন মোড়।

শুক্রবার নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করেন আয়েন্দ্রী। সেখানে তাঁকে দেখা যায় ডাবিং রুমে। মুহূর্তের মধ্যে ছবিটি ঘিরে গুঞ্জন শুরু হয়, তবে কি নতুন কোনো প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী? দর্শকদের মনে প্রশ্ন, ছোটপর্দার পর এবার কি তাঁকে দেখা যাবে বড়পর্দায়? টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সেই উত্তর ইতিবাচকই হতে চলেছে।

টলিউডের বড়পর্দায় অভিনয় করতে চলেছেন আয়েন্দ্রী। পরিচালনার আসনে রয়েছেন ‘কিশমিশ’ ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়। বছরখানেক ফেডারেশন সংক্রান্ত জটিলতায় কাজ থেকে দূরে থাকলেও ফের নতুন উৎসাহে কাজে ফিরেছেন তিনি। নির্মাণ করছেন নতুন প্রেমের গল্প ‘মন মানে না’। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং নবাগত হিয়া চট্টোপাধ্যায়। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আয়েন্দ্রীকে, যেখানে তিনি ঋত্বিকের প্রাক্তন প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন।

গল্পে দেখানো হবে কীভাবে শুরু হয় প্রেম, কীভাবে আসে দূরত্ব, আর তার মধ্যেই তৈরি হয় নানা মজার টুইস্ট। আয়েন্দ্রীর চরিত্র সেই টুইস্টের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ছবিতে আরও থাকছেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু ও প্রীতি সরকার। অন্যদিকে, সিনেমার সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন মধুরা পালিত এবং কোরিওগ্রাফিতে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা বসু। সব মিলিয়ে ছবিটি ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের মধ্যে।

আরও পড়ুনঃ আজ ‘প্লুটো’ ওরফে পার্থ জিতেছে সবার মন! তবু গ্রামের বলে আজও শুনতে হয় খোঁটা, সহ্য করতে হয় কষ্ট! অপরিচিত শহরে থাকার জায়গাও ছিল না, অপমান আর কটাক্ষ সঙ্গী! কেমন ছিল তাঁর শুরুর যাত্রা? চোখে জল আনবে আপনাদেরও!

‘মন মানে না’ দিয়ে টলিপাড়ায় পা রাখছেন হিয়া চট্টোপাধ্যায়, যিনি জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে। তবে চমকের এখানেই শেষ নয়, ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছেন স্বয়ং শাশ্বত চট্টোপাধ্যায়ও। পাহাড়ঘেরা এক কনভেন্ট স্কুলের ডিন-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে। আপাত গম্ভীর হলেও ছাত্রছাত্রীদের প্রতি তাঁর আন্তরিকতা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। চলতি বছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি। আর সেইসঙ্গেই আয়েন্দ্রী রায়ের টলিউডের বড়পর্দায় অভিষেক হবে আনুষ্ঠানিকভাবে।