দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন অভিনেতা ও প্রাক্তন সাংসদ ‘জয় বন্দ্যোপাধ্যায়’ (Joy Banarjee Death)। তাঁর চলে যাওয়ার শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি সহকর্মীরা। কিন্তু এই মুহূর্তে তাঁকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ, বর্ষীয়ান অভিনেতা ও বর্তমান তৃণমূল বিধায়ক ‘চিরঞ্জিৎ চক্রবর্তী’ (Chiranjeet Chakraborty) সম্প্রতি সংবাদ মাধ্যমে জানান, জীবনের শেষ পর্যায়ে জয় নাকি চরম আর্থিক সংকটে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি তাঁর কাছ থেকে অর্থ সাহায্যও চেয়েছিলেন। তবে সেই সাহায্য করা সম্ভব হয়নি বলে জানান চিরঞ্জিৎ। তাঁর মুখে এ কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন প্রয়াত তাপস পালের (Tapas Paul) স্ত্রী নন্দিনী পাল (Nandini Paul)।
নন্দিনীর মতে, কারও মৃত্যুর পর তার ব্যক্তিগত কষ্টের বিষয় প্রকাশ্যে বলা অত্যন্ত সংবেদনশীল ব্যাপার। তিনি বলেন, “আমি নিজেও ভুক্তভোগী। আমার স্বামী তাপসের মৃ’ত্যু পরেও চিরঞ্জিৎদা একইভাবে অযথা কষ্টদায়ক মন্তব্য করেছিলেন।” তাঁর দাবি, যাঁরা আর বেঁচে নেই, তাঁদের নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য করলে পরিবারকে ভীষণ আঘাত পেতে হয়। নন্দিনীর কণ্ঠে স্পষ্ট অভিমান—চিরঞ্জিৎ যদি সত্যিই জয়ের সমস্যার কথা জানতেন, তবে নিজে না পারলেও অন্য সহকর্মীদের জানাতে পারতেন। হয়তো তখন সম্মিলিত উদ্যোগে কিছু করা যেত।
এই প্রসঙ্গে আবারও যোগাযোগ করা হলে চিরঞ্জিৎ খুব সংক্ষিপ্তভাবে জানান, “যা ঘটে গিয়েছে তা নিয়ে আর কিছু বলব না।” তবে অভিনেতার আগের মন্তব্য ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। শিল্পী-অভিনেতা হিসেবে জয়ের অবদান নিয়েও তিনি কথা বলেছেন, বলেছেন তাঁর অভিনয় জীবনের উত্থান-পতনের প্রসঙ্গ। সেখানেই উঠে আসে জয়ের শেষ জীবনের সংগ্রামের প্রসঙ্গ। চিরঞ্জিৎ দাবি করেন, জয় একসময় তাঁর কাছে প্রায় পাঁচ লক্ষ টাকার সাহায্য চেয়েছিলেন, যা তিনি দিতে পারেননি। সেই কথাই সংবাদমাধ্যমে উল্লেখ করেন তিনি।
নন্দিনীর আপত্তি সেখানেই। তাঁর মতে, এভাবে পরে এসে এমন কথা প্রকাশ্যে বলার কোনও মানে নেই। বরং যাঁরা আজও বেঁচে আছেন, তাঁদের জন্যই এটা আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, “যাঁকে নিয়ে বলা হচ্ছে তিনি তো আর কিছু শোনার অবস্থায় নেই। কিন্তু আমরা যারা বেঁচে আছি, আমাদের সন্তানরাও আঘাত পায়।” তিনি আবেগপ্রবণ কণ্ঠে মনে করিয়ে দেন, তাপস পালের মৃত্যুর পরেও এমন মন্তব্য করেছিলেন চিরঞ্জিৎ, যা তাঁদের পরিবারকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল।
আরও পড়ুন: ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় নতুন চরিত্রে অভিনেত্রী আয়েন্দ্রী রায়! কোন সিনেমায় দেখা যাবে তাকে?
এই ঘটনার পর থেকেই উঠছে নতুন প্রশ্ন। নন্দিনীর অভিযোগ—চিরঞ্জিৎ কি নিছক প্রচারের জন্যই এমন সংবেদনশীল মন্তব্য করছেন? নাকি সত্যিই একরকম অসচেতনতার বশে এই কথা তাঁর মুখে বেরিয়ে যাচ্ছে? শিল্পী সমাজে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। জয়ের মৃত্যুতে শিল্পী মহল যখন ভেঙে পড়েছে, তখন তাঁর সহকর্মীকে ঘিরে এমন বিতর্ক নতুন মাত্রা যোগ করল। শেষ জীবনের সংগ্রাম এবং তার সঙ্গে যুক্ত সংবেদনশীলতা যেন আজ নতুন করে আলোচনায় চলে এসেছে।