বাংলা টেলিভিশন জগতের পরিচিত নাম ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya)। সম্প্রতি একটি পডকাস্টে তিনি এমন এক মন্তব্য করেছেন, যা মুহূর্তেই চারদিকে সমালোচনার ঝড় তুলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘হাতকাটা’ পোশাক পরতে তিনি রাজি নন। কারণ, তিনি শরীর প্রদর্শন করতে বা শরীর বেচতে এই ইন্ডাস্ট্রিতে আসেননি। সমাজ মাধ্যমে থেকে শুরু করে টলিউডের অন্দরমহল, সর্বত্রই এই মন্তব্য নিয়ে চলছে তুমুল বিতর্ক। অনেকেই মনে করছেন, তাঁর এমন মন্তব্য নারী শিল্পীদের প্রতি অবমাননাকর!
স্বস্তিকা মুখার্জির মতো অভিনেত্রীও প্রকাশ্যে শ্বেতার বক্তব্যের সমালোচনা করেছেন। এই ঘটনার মাঝেই নতুন করে সামনে এসেছে আরও এক অজানা তথ্য। অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী, যিনি শ্বেতার সঙ্গে ‘কনক কাঁকন’ ধারাবাহিকে কাজ করেছিলেন, ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট লিখে নাম না করেই, শ্বেতাকে উদ্দেশ্য করেই বিস্ফো’রক অভিযোগ আনলেন! যদিও তিনি সরাসরি কিছু বলেননি, তবে তাঁর লেখার ভেতর থেকেই ইঙ্গিত স্পষ্ট। মৌমিতার দাবি, সেই ধারাবাহিকের সময় শ্বেতার জন্যই তাঁকে চরিত্র থেকে বাদ পড়তে হয়েছিল।
শুধু তাই নয়, প্রকাশ্যে তাঁকে কটূক্তি ও অপমানও সহ্য করতে হয়েছিল। ফেসবুক পোস্টে মৌমিতা জানান, ২০১৮ সালের সেটে প্রায় ২০০ জনের সামনে তাঁকে নাকি হেয় করা হয়েছিল। সহ-অভিনেত্রী তাঁকে কুৎসিত, অসুস্থ এবং ক্যামেরার সামনে অযোগ্য বলে মন্তব্য করেন। এই অপমানের মাঝে একমাত্র অভিনেতা ‘দীপঙ্কর দে’ তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বলে উল্লেখ করেন মৌমিতা। কিন্তু এখানেই শেষ হয়নি তাঁর কথা। ফ্লোর ছেড়ে বেরোনোর পর প্রযোজকের কাছ থেকে ফোন আসে। সেখানে তাঁকে আরও তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়।
কারণ হিসেবে বলা হয়েছিল, শ্বেতা বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, তাই সে সিনিয়র হওয়ায় মৌমিতার ক্ষমা চাওয়া উচিত। এই সমস্ত ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মৌমিতা চক্রবর্তী। তাঁর দাবি, অপমানের মাত্রা এতটাই চরমে পৌঁছেছিল যে তিনি জ্ঞান হারিয়েছিলেন। পরে ক্রু মেম্বারদের কাছ থেকে জানতে পারেন, ধারাবাহিকে কারা কাজ করবেন, তাও নাকি ঠিক করেন ওই নায়িকা নিজেই! শুধু মৌমিতা নন, আরও অনেককেই একইভাবে ভেঙে দিয়েছেন তিনি। এসব অভিজ্ঞতার পরেই মৌমিতা নিজের কাছে প্রতিজ্ঞা করেন।
আরও পড়ুনঃ টেলিপাড়ায় ঘটল চরম অঘটন! বিদেশে শুটিং করতে গিয়েই প্রায় প্রা’ণঘা’তী পরিস্থিতির শিকার শ্রীমা, তড়িঘড়ি ছুটতে হলো হাসপাতালে! কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?
আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনওদিন তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। আজকে এসেও সেই পুরনো ক্ষত কষ্ট দেয় তাঁকে। তিনি বলেছেন, তাঁর আর নতুন করে কিছু পাওয়ার নেই, হারানোরও ভয় নেই। তাই তিনি সত্যিটা সকলের সামনে আনতে চান। তাঁর কথায়, আজ যিনি দর্শকদের কাছে অতিপ্রিয়, তাঁর আসল মুখ যদি সকলের সামনে আসে, তবে হয়তো আর কেউই সেই মানুষটির প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা দেখাবেন না। শ্বেতার মন্তব্য ঘিরে চলা বর্তমান বিতর্কে মৌমিতার এই পোস্ট নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।