তিনি আজও সবার কাছে প্রিয় বাহামণি । হ্যাঁ, কথা হচ্ছে অভিনেত্রী ‘রণিতা দাস’কে (Ranita Das) নিয়ে। প্রায় দীর্ঘ ১২ বছর তিনি দূরে ছিলেন ছোটপর্দা থেকে। ছোটখাটো ছবিতে অভিনয় করলেও, তেমন জনপ্রিয়তা পাননি তিনি। একটা সময়ে অনেকেই ভেবেছিলেন, তিনি পাকাপাকি ভাবে টেলিভিশন ছেড়ে দিয়েছেন। আবার অনেক ভক্তরা আশাবাদীও ছিলেন যে, খুব তাড়াতাড়ি তিনি নতুন কাজে ফিরবেন। তাহলে কি এবার তিনি ফিরছেন ছোটপর্দায়?
কিছুদিন আগেই স্টার জলসার হাত ধরে, “হচ্ছেটা কি!” নামক অনুষ্ঠান দিয়েই তিনি ছোটপর্দায় ফিরেছিলেন। তখন থেকেই দর্শকদের মনে কৌতূহল ছিল। শোনা যাচ্ছিল, আবারও স্টার জলসার ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী রণিতা। এবার সেই জল্পনা সত্যি হলো! ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে স্টার জলসার নতুন মেগার প্রোমো। সেখানে মুখ্য চরিত্রে দেখা গেল রণিতাকে, সঙ্গে ‘মিঠাই’ খ্যাত অভিনেতা ‘ফাহিম মির্জা’কে।
আরও বড় চমক হিসেবে ‘কে আপন কে পর’-এর পরম অর্থাৎ ‘বিশ্বজিৎ ঘোষ’কে। প্রোমোর শুরুতেই দেখা যায়, বাড়িতে উৎসবের আমেজ। রাতের দৃশ্যে রণিতা প্রদীপ দিয়ে বাড়ি সাজাচ্ছেন। তার পরনে লাল শাড়ি এবং তিনি অন্তঃসত্ত্বা। বারান্দায় বসে তিনি আসন্ন সন্তানকে নিয়ে সুখের দিনের কল্পনা করছেন। এমন সময় একদল লোক রীতিমত মারমুখী হয়ে বাড়িতে হাজির হয় তার। রণিতার স্বামী অর্থাৎ ফাহিম মির্জা।
ধারাবাহিকে ফাহিমের নাম বিদ্যুৎ, তাঁর খোঁজ করতেই এসেছে লোকগুলি। রণিতা ঘরে তাঁকে ডাকতে গিয়ে দেখে, সে জামা কাপড় গোছাচ্ছে পালিয়ে যাওয়ার জন্য। রণিতা প্রশ্ন করে, তাকে এই অবস্থায় ফেলে রেখে কোথায় যাচ্ছে সে। কিন্তু কোনও কথা না শুনে, তাকে ধাক্কা দিয়ে চলে যায় বিদ্যুৎ। সেই সময় প্রসব যন্ত্রণার শুরু হয় রণিতার, প্রতিজ্ঞা করে সন্তানকে সে একাই মানুষ করবে জন্ম দিয়ে। কিন্তু বাড়ি থেকে সমস্ত টাকা-পয়সা নিয়ে তার স্বামী চলে গেছে।
হাসপাতালে যাওয়ার জন্য রাস্তায় বের হতেই, চারিদিকে গণেশ পুজোর জন্য ভিড় ঘিরে ধরে। মাথা ঘুরিয়ে একটি বড় গাড়ির সামনে পড়ে যায় রণিতা। এরপর যখন তার জ্ঞান আসে দেখতে পায়, হাসপাতালে রয়েছে সন্তানের পাশে। চিকিৎসক জানায়, একজন দেবদূত ব্যক্তি তাকে ওই অবস্থায় হাসপাতালে ভর্তি করে সমস্ত টাকা-পয়সা মিটিয়ে দিয়ে গেছে। বাচ্চাকে কোলে তুলে রণিতা আক্ষেপ করে সেই ব্যক্তিকে একবার দেখতে না পাওয়ার।
আরও পড়ুনঃ“নিজের মেয়ে হলে ছেড়ে যেতে পারতে?”- চিরসখা ধারাবাহিকের নতুন প্রোমোতে মিঠি নতুন কাকুর কাছে ক্ষমা চেয়ে তার যাওয়া আটকে দিল! কি হতে চলেছে পরবর্তী পর্বগুলোতে?
সেই ব্যক্তির চরিত্রেই রয়েছেন বিশ্বজিৎ ঘোষ। প্রোমো থেকেই কিছুটা অনুমান করা যাচ্ছে যে, গল্পে পুরনো সংসার ভেঙে নতুন সংসার তৈরীর একটা ইঙ্গিত রয়েছে। এই আসন্ন ধারাবাহিকের নাম, ‘ও মোর দরদিয়া।’ একদিকে রণিতা ফিরছেন ছোট পর্দায়, অন্যদিকে স্টার জলসার প্রিয় নায়ক বিশ্বজিৎও থাকছেন এই ধারাবাহিকে– সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। কবে থেকে এবং কোন সময় আসছেই ধারাবাহিক, যদিও তা এখনও জানা যায়নি।