স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ দর্শকের মন জয় করতে শুরু করেছে। আজ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল উসকে দিয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে চরিত্রদের আবেগ এবং সম্পর্কের জটিলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ভিডিওতে দেখা যায় নতুন কাকুকে বিদায় নেওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে প্রস্তুতি নিচ্ছে। সে দূরে চলে যেতে চাইছে কারণ নিজের প্রতি এবং মিঠির ভুল বোঝাবুঝির কারণে তার মনে অপমান ও কষ্ট জমে গেছে। কিন্তু ঠিক সেই সময় হাজির হয় মিঠি, যার উদ্দেশ্য একটাই নতুন কাকুকে যেতে দেবেন না।
মিঠি সরাসরি বলে, “তোমার কোথাও যাওয়া হবে না। আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দাও। নিজের মেয়ে হলে ছেড়ে যেতে পারতে?” সেই মুহূর্তে নতুন কাকু মিঠিকে বুকে টেনে নেয়। দর্শকরা ইতিমধ্যে এই আবেগময় দৃশ্যটি দেখে মুগ্ধ হয়েছেন।
আরও পড়ুনঃ ‘‘আমি ছোট থেকে কখনও পাঁঠার মাংস খাইনি’’—কিন্তু কেন আজও জীবনে মাংসের স্বাদ নেননি অপরাজিতা আঢ্য? ঈশ্বরবিশ্বাস, পারিবারিক নিয়ম না কি অন্য কোনও কারণ লুকিয়ে আছে এই সিদ্ধান্তের পিছনে?
মিঠির ক্ষমা চাওয়ার মুহূর্ত দেখে কমললিনি আনন্দিত হয়ে পড়েছে। মিঠির এই পদক্ষেপ তার চরিত্রের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে, সেটাই দর্শক আশা করছে। পরবর্তী পর্বগুলিতে ধারাবাহিকের গল্প কোন দিকে এগিয়ে যায় এখন সেটাই দেখার অপেক্ষা।।
https://fb.watch/BWCyHm5oNL/