গাঁটছড়ার স্মৃতি উস্কে ফের ছোট পর্দায় জুটিতে ফিরছেন গৌরব-শোলাঙ্কি! শারদীয়ার পরই টেলিপাড়ায় ফের দেখা যেতে চলেছে পছন্দের জুটিকে?

টলিপাড়ার ছোটপর্দা হোক বা বড়পর্দা এমন কিছু জুটি থাকে, যাদের দর্শক বারবার দেখতে চান। প্রযোজক স্নিগ্ধা বসুর হাত ধরেই আবারও টেলিভিশনে পা রাখছেন ‘শোলাঙ্কি রায়’ (Solanki Roy)। শেষবার তাকে ছোটপর্দায় দেখা গেছিল ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকে। সেখানেই গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee) সঙ্গে জুটি বেঁধেই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন তিনি। তাই টেলিপাড়ায় কানাঘুষো, ফের সেই জুটিকেই ফিরিয়ে আনার চেষ্টা চলছে!

প্রসঙ্গত, বড়পর্দায়ও জনপ্রিয়তা পেয়েছেন এমন অনেক ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা আছে। যেমন– মধুমিতা সরকার, জীতু কমল, বিক্রম চট্টোপাধ্যায় কিংবা ঐন্দ্রিলা সেন। এদের সবাইকেই সম্প্রতি আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখালেন শোলাঙ্কিও। দীর্ঘদিন পর ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, পুজোর পর নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

প্রযোজক স্নিগ্ধা এই জল্পনা অস্বীকার করেননি। বরং স্পষ্টই জানিয়েছেন, চ্যানেল কর্তৃপক্ষর অনেক দিন ধরেই এই জুটিকে ফিরিয়ে আনার ইচ্ছা ছিল। তবে নতুন ধারাবাহিকের গল্প এবার একেবারে আলাদা। সূত্রের খবর, এবার দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। শোলাঙ্কি তাঁদের মধ্যে একজন বোনের চরিত্রে অভিনয় করবেন। স্নিগ্ধার দাবি, দর্শক নতুন ধাঁচের চরিত্রে অভিনেত্রীকে দেখবেন এবার, আর পছন্দও করবেন।

একদিকে স্টার জলসার জন্য এই ধারাবাহিক তৈরি হচ্ছে, অন্যদিকে শোনা যাচ্ছে জি বাংলার জন্যও আরেকটি নতুন গল্প নিয়ে আসছেন তিনি। যদিও সেই গল্প নিয়ে এখনই মুখ খুলতে চাননি প্রযোজক। উল্লেখ্য, এই সময়ে প্রায় সব চ্যানেলই পুজোর আগে নতুন নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে। কিন্তু স্নিগ্ধা একটু ভিন্ন পথে হাঁটছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, উৎসব শেষে যখন সকলে নতুন উদ্যমে কাজ শুরু করবেন তখনই এই গল্প নিয়ে হাজির হবেন তিনি।

আরও পড়ুনঃ টিভি পর্দায় ফিরছেন নীল ভট্টাচার্য ও মধুমিতা সরকার! ‘পরশুরাম’-কে টিআরপি তালিকায় চ্যালেঞ্জ দিতে পারবে নীল? স্বামীর সঙ্গে এবার সম্মুখ সমরে তৃণা! কী বলছেন অভিনেত্রী?

যদিও টেলিপাড়ার কিছুজনের মতে, ইতিমধ্যেই দুই বোনের গল্প নিয়ে জি বাংলায় শুরু হয়েছে ‘জোয়ার ভাঁটা’। একই সময়ে দুই চ্যানেলে প্রায় মিল থাকা গল্প শুরু হলে সেটা মার খেতে পারে বলে সময় নিয়ে চলছে প্রস্তুতি চালাচ্ছেন স্নিগ্ধা। তবে এই দাবি মানতে নারাজ তিনি। সব মিলিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। অনেকেই মনে করছেন, যদি সত্যিই শোলাঙ্কি-গৌরবের জনপ্রিয় জুটি আবারও একসঙ্গে ফিরে আসে, তবে সেই ধারাবাহিক হবে একেবারে অন্য মাত্রার।