বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘পায়েল দে’ (Payel De) এমন এক নাম, যাকে ভোলা মুশকিল। ‘দুর্গা’ কিংবা ‘বেহুলা’র মতো চরিত্রে তিনি যতবারই পর্দায় ধরা দিয়েছেন, ততবারই দর্শকদের মন জয় করেছেন। পৌরাণিক বা ঐতিহাসিক চরিত্রের বাইরেও তাঁর অভিনয় প্রমাণ করেছে বহুমুখী প্রতিভা। তবে সাফল্যের এই পথ কখনও সহজ ছিল না। প্রথম দিকে যথাযথ কদর পাননি, তবুও লড়াই চালিয়ে গিয়েছিলেন অবিরাম চেষ্টা আর নিজের জেদকে সঙ্গী করে।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমান শক্ত হাতে সংসার সামলেছেন তিনি। জীবনসঙ্গী ‘দ্বৈপায়ন দাস’ (Dwaipayan Das) শুধু স্বামী নন, বরং পায়েলের কাছে প্রথমেই একজন বন্ধু। অভিনেত্রীর কথায়, তাঁদের সম্পর্কের ভিত গড়ে উঠেছে বোঝাপড়া আর বিশ্বাসের উপর। কাজের চাপ, রাত অবধি শুটিং কিংবা মানসিক ক্লান্তি— সবই তাঁরা ভাগ করে নেন সহজভাবে। সেই কারণেই হয়তো এক যুগেরও বেশি সময় পার করে এখনও তাঁদের সম্পর্ক অটুট রয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে বিনোদন জগৎ থেকে শুরু করে বাস্তবেও বিবাহ-বিচ্ছেদ আর সম্পর্কের ভাঙন যেন খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিচ্ছেদের পর একে অপরকে ছোট করা, অতীতের কোনও ব্যক্তিগত বিষয় টেনে এনে কটাক্ষ– এইসব সমাজ মাধ্যম খুললেই দেখা যায়। সেখানে দাঁড়িয়ে পায়েল-দ্বৈপায়নের সম্পর্ক একেবারেই ব্যতিক্রম। এই বিষয়ে পায়েল এদিন জানান, “আমাদের সম্পর্কটা টিকে আছে শুধুমাত্র আমরা খুব ভালো বন্ধু বলে।
আজ যদি দুজনে আলাদাও হয়ে যাই, তাও এক অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করব না। উল্টে আমার দুটো মানুষ সারাজীবন বন্ধু হিসেবেই থাকবো। কে কাকে অতীতে কতটা আঘাত দিয়েছিল, সেইসব মেয়ের রেষারেষি থাকবে না। আমি মনে করি, আজকের এই অশান্ত পরিস্থিতিতে সম্পর্কে বন্ধুত্বটা খুবই জরুরী।” উল্লেখ্য, পায়েল কিছুদিন আগেই জানিয়েছিলেন, বিয়ের আগে তাঁকে বলা হয়েছিল— সহকর্মীকে বিয়ে করলে নাকি সম্পর্ক টেকে না।
পেশাগত প্রতিযোগিতা আর এগিয়ে যাওয়ার হিংসা সুখের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। প্রমাণ করেছেন যে শুধুমাত্র ভালোবাসাই নয়, বোঝাপড়াও যে কোনও সম্পর্কের প্রধান ভিত্তি। দ্বৈপায়নকে পাশে পেয়েই তিনি পেশাগত চাপ সামলে নিজের সংসার গড়েছেন। আজ তাঁদের সুখের সংসার ছোট্ট ছেলে মেরখকে নিয়ে। শুটিং, পরিবারের দায়িত্ব আর সন্তানের যত্ন— সবকিছুই মিলেমিশে এগিয়ে চলেছেন পায়েল।
আরও পড়ুনঃ কয়েকদিন আগেই সপরিবারে মালদ্বীপ ভ্রমণ, আচমকাই গাড়ি দুর্ঘটনায় মৃ’ত বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল! মৃ’ত্যুসংবাদে স্তম্ভিত ভক্তরা, কী করে হলো এমন পরিণতি?
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।