বাংলা টেলিভিশনে পৌরাণিক চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে দর্শকদের যে কয়েকজন অভিনেত্রীর নাম বিশেষভাবে মনে গেঁথে গেছে, তাঁদের মধ্যে ‘পায়েল দে’ (Payel De) অন্যতম। স্টার জলসার জনপ্রিয় ‘বেহুলা’ থেকে শুরু করে চ্যানেলের প্রথম ধারাবাহিক ‘দুর্গা’— প্রতিটি চরিত্রে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। বেশ কয়েকমাস কাজ থেকে বিরতির পর আবার স্টার জলসার ‘সাধক রামপ্রসাদ’-এ মা কালী রূপে তাঁর প্রত্যাবর্তনও যথেষ্ট সাড়া ফেলেছিল।
সেই চরিত্র আবারও প্রমাণ করে, দেবীস্বরূপ ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও বেশ গোছানো তাঁর। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় পার্শ্ব চরিত্রের অভিনেতা দ্বৈপায়ন দাসের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেন দু’জনে। দশ বছরেরও বেশি সময় ধরে সংসার করছেন পায়েল। বর্তমানে তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সুখী গৃহকোণ তাঁদের।
অভিনেত্রী নিজের সম্পর্কে সব সময়ে বন্ধুত্বকেই এগিয়ে রেখেছেন। তাই বন্ধুত্বকে ভিত্তি করে গড়া এই সম্পর্কে আজও কোনও দূরত্ব আসেনি, দু’জনের মধ্যে আজও কোনও মনোমালিন্য নেই বলেই জানিয়েছেন তিনি। তবে সম্প্রতি অভিনয় নিয়ে কিছুটা হতাশার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সান বাংলার ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ সফলভাবে চললেও হঠাৎ মাত্র দুদিনের নোটিশে সেটি বন্ধ করে দেওয়া হয়।
পুজোর আগেই চ্যানেল কতৃপক্ষের এমন অমানবিক সিদ্ধান্তে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন পায়েল। প্রসঙ্গত, এদিন অভিনেত্রীকে জানতে চাওয়া হয় যে ছোটপর্দার অনেকেই এখন রাজনীতিতে যোগ দিচ্ছেন। তাঁকেও যদি রাজনীতিতে সুযোগ দেওয়া হয়, তাহলে কি তিনি দেবেন? পায়েল বলেন, “যে বিষয়ে আমি জানি না, আমার কোনও পড়াশোনা নেই। সেই বিষয়ে কেন মাথা ঘামাতে যাবো! এত কষ্ট করে নিজের একটা জায়গা করেছি, একটা পরিচিত হয়েছে।
এখন এইসব করে লোক হাসাতে পারব না। অভিনয় নিয়ে শিখে, জেনে তবেই এসেছি। ঠাকুরের ইচ্ছায় এই আয়ের উৎস নিয়েই আমি সুখী। ভবিষ্যতে যদি কোনদিনও রাজনীতিতে আসি, তাহলে আগে সেই পড়াশোনাটা করে তবেই আসব। অন্যদের কী ভাবনা জানা নেই, কিন্তু এটাই আমার দৃষ্টিভঙ্গি।” অভিনয়কে তিনি নিজের পরিচয়ের মূল শক্তি করে তুলেছেন। আজও ছোটপর্দার দর্শকের কাছে বিশ্বাসের নাম পায়েল। সামনে কী আসবে তা সময়ই বলবে, তবে আপাতত তিনি যে নিজের জায়গায় খুশি।
আরও পড়ুনঃ “ছাড় ছাড় আমায়, লাগছে!” — মালদায় ‘দেবী চৌধুরানী’র প্রচারে গিয়ে আক্রা’ন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! জামা কাপড় ধরে চলল বেজায় টানাহেঁচড়া! পশ্চিমবঙ্গ সফরের শুরুতেই ঘটল অপ্রত্যাশিত কাণ্ড!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।