এবারের পুজো আসতে না আসতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে টলিউডে। এই বছর একই সঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বড় বাজেটের ছবি! গত রবিবার প্রকাশ্যে এসেছে ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani) ছবির পোস্টার, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী— প্রত্যেককে একেবারে আলাদা লুকে দেখা গেছে। পরিচালক শুভ্রজিৎ মিত্র পোস্টাটি সমাজ মাধ্যমে শেয়ার করার সময় গীতার শ্লোক লিখে নিজের ভাবনাকে তুলে ধরেন।
যদিও ছবির গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে, পরিচালক জানিয়েছেন দীর্ঘ গবেষণা আর নিজস্ব দৃষ্টিভঙ্গিই এই গল্পকে বড় পর্দায় ভিন্নভাবে তুলে ধরবে। ছবির প্রচার নিয়েও দেখা গেল অভিনব উদ্যোগ। উত্তর কলকাতার ব্যস্ত শ্যামবাজারের রাস্তায় হঠাৎই ঘোড়ায় চেপে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ আর শ্রাবন্তী। সঙ্গে ছিলেন ছবির পরিচালকও। একেবারে জমজমাট ভিড়ের মধ্যে এই উপস্থিতি অনেককে চমকে দিয়েছিল। এবার সেই প্রচারের ধরা বজায় রেখেই ভিন জেলায় পা বাড়ালেন দেবী চৌধুরানী!
চলতি সপ্তাহে কলাকুশলীরা প্রচারের উদ্দেশ্যে রওনা দেন মালদায়। কিছুদিন আগেই দেখা গেছিল, দেবের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারে তাদের ছবির টিম ট্রেনে করেই ভিন পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। প্রসেনজিৎও সেই পথ অবলম্বন করেই ট্রেনে করে প্রচারে যান। তবে ট্রেন থেকে নামতেই ঘটে গেল বিরাট এক কাণ্ড! চারিদিকে লোকে ঘিরে ধরলেন তাদের প্রিয় অভিনেতাকে। নিরাপত্তা রক্ষীরা সামাল দিতে হিমসিম খাচ্ছেন, এরই মধ্যে একটি বছর দশেকের বাচ্চা ছেলে সব ভিড় ঠেলে একেবারে সুপারস্টারের কাছে চলে যায়।
তাঁর হাত শক্ত করে আকড়ে ধরে সেই বালক। নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে দিতে চাইলেও, আবেগের বশে ধরা সেই হাত কিছুতেই ছাড়তে নারাজ বাচ্চাটি! এক সময়ে প্রসেনজিৎকে বলতেও শোনা যায় যে, “ছাড় ছাড় আমায়, লাগছে!” যদিও পরে ছেলেটির কি হয়েছে জানা যায়নি। তবে, সমাজ মাধ্যমে এই ভিডিও প্রকাশ পেতেই অনেক নেটিজেনরা বলেছেন, “ওর কোনও দোষ নেই, হাতের সামনে একটা বড় ব্যক্তিত্বকে দেখলে বড়রাই নিজেদের সামলাতে পারে না। মা-বাবার উচিত ছিল বাচ্চাটাকে সামলানো!”
কেউ আবার বলেছেন, “এরা এমন করবে, তারপর যখন নিরাপত্তারক্ষীরা সরিয়ে দেবে। পরে দোষ হবে অভিনেতারা খারাপ ব্যবহার করে মানুষের সঙ্গে।” অন্যজনের মতে, “কি দরকার ছিল ট্রেনে করে যাওয়ার? সবাই তো আর দেব হতে পারে না!” উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর দর্শকের সামনে আসবে ‘দেবী চৌধুরানী: ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল’। ফলে, দেবীপক্ষের আনন্দে সিনেমা-প্রেমীদের জন্য এটি হতে চলেছে বিশেষ আকর্ষণ। এই এই ঘটনায় প্রমাণ যে সবার উত্তেজনা ঠিক কতটা!
আরও পড়ুনঃ নারীপা’চারকাণ্ডে পুলিশের হাতে চন্দ্র-সোহিনী গ্রেফতার, তবু সোহেলিয়াকে আশ্রয় দিল কমলিনী! চন্দ্র বেচে দিয়েছে বর্ষার সব গয়না! ছেলের কাণ্ডে স্তব্ধ চন্দ্রর মা! বিশ্বাসঘাতকতার আঘাতে ভেঙে পড়ল বুবলাই-বর্ষা!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।