স্টার জলসার পর্দায় ঝড় তোলা ‘রাঙামতি’ হঠাৎই ক্ষোভ উগরে দিলেন কলকাতার বিরুদ্ধে! প্রাণের শহর কি এমন করল অভিনেত্রী মনীষা মন্ডলের সঙ্গে?

ঝলমলে আলোয় ভরা বিনোদন জগতের পর্দার সামনে যে হাসিখুশি মুখ দেখা যায়, তার আড়ালে লুকিয়ে থাকে একেবারে আলাদা বাস্তবতা। ক্যামেরার সামনে চরিত্র ফুটিয়ে তুললেও ব্যক্তিগত জীবনে অনেক তারকাই লড়াই করেন নানান সমস্যার সঙ্গে। জনপ্রিয়তা থাকলেও প্রতিদিনের জীবনযুদ্ধ যেন সহজ হয় না কারও জন্যই।

স্টার জলসার ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ এখন টিআরপি তালিকায় যথেষ্ট ভালো ফল করছে। গ্রামের এক আদিবাসী কন্যার চরিত্রে মন কেড়েছেন অভিনেত্রী মনীষা মন্ডল। তবে বাস্তব জীবনের মনীষা একেবারেই আলাদা। মুর্শিদাবাদের সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মেয়ের অভিনয় জগতে প্রবেশের স্বপ্ন একসময় অনেককেই অবাক করেছিল। পরিবার চেয়েছিল তিনি পড়াশোনা করে শিক্ষিকা হন, কিন্তু মনীষা ছোট থেকেই চাইতেন তিনি অভিনেত্রী হবেন।

আজ সেই মনীষাই নিজের অভিনয়ের ঝলক দিয়ে দর্শকদের মন জয় করছেন। রাঙামতি ধারাবাহিকের সাফল্য এতটাই যে, মাঝেমধ্যে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ফুলকি-কেও পিছনে ফেলে দেয়। কিন্তু টেলিভিশনে সাফল্যের ঝলক থাকলেও ব্যক্তিগত জীবনে যে সবকিছু মসৃণ নয়, তা নিজের মুখেই প্রকাশ করলেন মনীষা।

সামাজিক মাধ্যমে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন তিনি। লিখেছেন— “এত্তো বড় শহরে একটা বাড়ি খুঁজে না পাওয়া আমি… না ভাড়ায় থাকার মতো পাচ্ছি, না কেনার মতো পাচ্ছি। I’m pissed off at this point!!”। পোস্টটি দেখে বোঝা যাচ্ছে, খ্যাতি পাওয়ার পরও মহানগরে নিজের জন্য একটা ঠিকানা খুঁজে পাওয়া কতটা কঠিন হয়ে উঠছে তার জন্য।

অভিনয়ের মঞ্চে প্রশংসা কুড়িয়েও শহরে বসবাসের মৌলিক প্রয়োজন মেটানো যাচ্ছে না এই তরুণ অভিনেত্রীর। যেন কলকাতার ভিড়ে থেকেও অবহেলিত একা হয়ে যাচ্ছেন তিনি। পর্দার সামনে শক্তপোক্ত চরিত্র ফুটিয়ে তোলা সহজ হলেও বাস্তবে নিজের মাথার ওপর ছাদ খুঁজে পাওয়া এখনও দুঃসাধ্য হয়ে উঠেছে মনীষা মন্ডলের কাছে। এই দোটানাই আবারও প্রমাণ করছে শিল্পীরা জনপ্রিয় হলেও জীবনের বাস্তব লড়াইয়ে তাঁদের সংগ্রাম কখনও থেমে থাকে না।

আরও পড়ুনঃ “দীর্ঘদিন অভিনয় জগতে কাজ করেছি, ২০১৮ সালে ক্যা’ন্সার ধরা পড়ে”— সহকর্মীদের অপমান সহ্য করে মা’রণরোগের বিরুদ্ধে জয়ী হয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়ান অভিনেত্রী ইশা ভট্টাচার্য! তাঁর লড়াইয়ের গল্প চোখ ভেজাবে আপনার

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।