“আমি যখন অভিনয় করি, তখন তো ওর অস্তিত্বই ছিল না…তখন ওর জন্মই হয়নি!”— হঠাৎ বি’স্ফো’রক ‘বাহামণি’ রণিতা দাস! স্পষ্ট কথায় ঘায়েল করলেন কাকে? কোন অভিনেত্রীর উদ্দেশে ছুঁড়ে দিলেন এমন মন্তব্য?

অভিনেত্রী ‘রণিতা দাস’ (Ranita Das) বাংলা টেলিভিশনের খুবই পরিচিত মুখ, বিশেষ করে যাঁরা স্টার জলসার ধারাবাহিক শুরু থেকে দেখে অভ্যস্ত তাঁদের কাছে ‘বাহামণি’ নামটা অচেনা নয়। রণিতার অভিনয় জীবন শুরু হয়েছিল ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিক দিয়ে। তখনও তেমন করে জনপ্রিয়তা আসেনি। পরবর্তীতে প্রকৃত জনপ্রিয়তা মেলে ‘ইষ্টিকুটুম’-এর বাহা চরিত্রে অভিনয়ের পর। এই চরিত্রের মধ্য দিয়ে রণিতা যে তুমুল পরিচিতি পেয়েছিলেন, সেটাই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

তবে জনপ্রিয়তা যতই আসুক, এই চরিত্রের সঙ্গে তাঁর ব্যক্তিগত টানাপোড়েনও কিন্তু কম হয়নি। প্রসঙ্গত, রণিতা একবার জানিয়েছিলেন যে, অভিনয় জীবনের মাইল ফলক ‘বাহা’ চরিত্রটিই একসময় তাঁর নিজের ওপর বিশ্বাস হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছিল! তখন তিনি ভাবতেন, কোথাও না কোথাও গিয়ে যেন টাইপকাস্ট হয়ে যাচ্ছেন। যে কোন অনুষ্ঠান থেকে পুজোর উদ্বোধনেও তাঁকে ওই চরিত্রর জন্যই ডাকা হচ্ছে। তিনিও ভাবতেন যে, আর কোনও ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে পারবেন না।

এই মনোভাব থেকেই একসময় তিনি চরিত্রটির প্রতি বিরক্ত বোধ করতে শুরু করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃষ্টিভঙ্গিতে আসে পরিবর্তন রণিতার। এক দশক পর আজ তিনি বুঝতে পেরেছেন, বাহা চরিত্রটি শুধুমাত্র একটি ধারাবাহিকের অংশ না, বরং সেটি তাঁর জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। এখনও বহু মানুষ তাঁকে দেখলেই “বাহা” বলে ডেকে ওঠেন। রণিতাও আনন্দ পান, চরিত্রটি মানুষ কতটা মনে রেখেছে আজও।

তবে, এই বিষয়ে নানান মজাদার অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর। রণিতা এবার তেমনই একটি অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, সেখানে এক ছোট্ট মেয়ে এসে তাঁকে “বাহা দিদি” বলে জড়িয়ে ধরে। প্রথমে রণিতার মনে হয়েছিল, নিশ্চয়ই মেয়েটির পরিবার তাকে শিখিয়ে দিয়েছে। কারণ যখন তিনি ওই চরিত্রে অভিনয় করতেন, তখন বাচ্চাটির জন্মানো অসম্ভব! কিন্তু পরে যখন জানতে পারেন, এর পেছনের আসল কারণ কী!

আরও পড়ুনঃ দেবীপক্ষের উদযাপনে ফের মহিষাসুরমর্দিনী রূপে ধরা দিলেন মালবিকা সেন! রক্তবর্ণা শাড়ি, সোনার গয়না, কপালে ত্রিনয়ন— মহালয়ার আগমনীতে দূরদর্শনের পর, ফের কোথায় দেখা যাবে অভিনেত্রীর দেবী দুর্গার রূপ?

বাচ্চাটির বাড়িতে আজও রণিতার ধারাবাহিক দেখা হয় ওটিটি প্ল্যাটফর্মে। বাচ্চাটিও তাই দেখে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে। বর্তমানে রণিতা আবারও ফিরছেন ‘ও মোড় দরদিয়া’ নতুন ধারাবাহিক নিয়ে। দীর্ঘ বিরতির পর তাঁকে আবার টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া দর্শকদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়। বাহার মতোই এই নতুন চরিত্রটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারে কি না, সেটাই এখন দেখার।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।