সময় অনেক ক্ষত মুছে দেয়, আবার কিছু স্মৃতি আঁকড়ে ধরে রাখে সারাজীবন। বাংলার চলচ্চিত্রপ্রেমীরা তাই এখনও মনে রেখেছেন একসময়ের সুপারহিট জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়কে। ভালোবাসা থেকে শুরু করে বিচ্ছেদ—সবকিছুই ছিল প্রকাশ্যে। কিন্তু এবার কি সত্যিই সেই দূরত্ব গলতে চলেছে? টলিউডে এখন জোর আলোচনা, আবার কি বড়পর্দায় ফিরছে এই জুটি?
আসলে কিছুদিন আগে ‘আমি যখন হেমা মালিনী’ ছবির প্রচারে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী খোলাখুলি জানিয়েছিলেন, “দেব-শুভশ্রীর পর আমি চাই আবার প্রসেনজিৎ-দেবশ্রীর জুটি ফিরে আসুক। এই জুটির ফেরা অত্যন্ত প্রয়োজন।” তার কিছুদিন পর ‘দেবী চৌধুরানী’ প্রচারের সময় সেই ইচ্ছার কথা প্রসেনজিতকে জানানো হয়। আর সেখান থেকেই শুরু নতুন কৌতুহল। কারণ, বিচ্ছেদের পর এত বছর ধরে তাঁরা একই ফ্রেমে আসেননি।
হাসিমুখে প্রসেনজিৎ জানিয়েছিলেন, তিনি বহুদিন ধরেই পরিচালক দীপকদার কাছে অনুরোধ করে আসছেন তাঁদের জন্য একটি স্ক্রিপ্ট লেখার। তাঁর কথায়, “আমি চাই একটি পরিণত প্রেমের ছবি করতে, আর যদি দেবশ্রীকে নিয়ে সেই কাজ হয়, তাহলে অবশ্যই রাজি আছি।” শুধু তাই নয়, তিনি স্বীকার করেছেন এই ইচ্ছা নতুন নয়, বরং অনেকদিন ধরেই মনে লালন করছেন। অর্থাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নতুন প্রজেক্টের সম্ভাবনা।
অবশ্য ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা প্রসেনজিতের কাছে আজও গুরুত্বপূর্ণ। তিনি অকপটে বলেছেন, অতীতকে কখনও ফেলে দেওয়া যায় না, কারণ সেই অতীতই আজকের তাঁকে গড়ে তুলেছে। ভালোবাসা, রাগ, দুঃখ—সবই তিনি পেয়েছেন সেই সময় থেকে। তবে তিনি চান না কোনও তিক্ততা সঙ্গে নিয়ে চলতে। বরং বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলাই তাঁর অঙ্গীকার। তাঁর মতে, বদল মেনে নিলেই এগিয়ে থাকা সম্ভব।
আরও পড়ুনঃ আজও টেলিভিশনের মহালয়াতে সমান প্রাসঙ্গিক দূরদর্শনের দুর্গা সংযুক্তা বন্দ্যোপাধ্যা! কেমন ছিল বাঙালির চিরচেনা দুর্গার জীবনের শুরুটা? কী করে মিলেছিল মা দুর্গা হওয়ার সুযোগ? এখন কেনই বা অভিনয় থেকে দূরে?
এখন সবচেয়ে বড় প্রশ্ন—প্রসেনজিৎ ইচ্ছা প্রকাশ করলেও দেবশ্রী কি রাজি হবেন? আর পরিচালক দীপকদা কি সত্যিই এই বহুল প্রত্যাশিত স্ক্রিপ্ট লিখবেন? দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই উত্তর জানার জন্য। তবে এতটুকু নিশ্চিত, পুরনো অভিমান কিছুটা হলেও মিলিয়ে যাচ্ছে, আর সেই কারণেই আবার আলোচনায় ফিরেছে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটিগুলির একটি। সময়ই বলবে, সত্যিই কি বড়পর্দায় ফিরবেন প্রসেনজিৎ-দেবশ্রী একসঙ্গে।