ময়নাতদন্তের পর দেশে ফিরবে জুবিনের দেহ! তারপরেই গুয়াহাটিতে হবে অন্ত্যোষ্টি ক্রিয়া! জানালো অসম সরকার

সিঙ্গাপুরে আকস্মিক দুর্ঘটনায় প্রিয় গায়ক জ়ুবিন গার্গের অকাল মৃত্যু সমগ্র বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। তাঁর অনুষ্ঠান শুরুর কয়েক দিন আগে ঘটে যাওয়া এই ঘটনার খবরে ভক্তরা স্তম্ভিত। নর্থইস্ট ফেস্টিভ্যালের জন্য সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন গায়ক, যেখানে ২০ এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল।

স্থানীয় সূত্রের খবর, স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন জ়ুবিন। সঙ্গে সঙ্গে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। শিল্পীর এই আকস্মিক মৃত্যুর খবর শোনার পর সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়সহ অসংখ্য শিল্পী শোক প্রকাশ করেছেন।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, “সিঙ্গাপুরে জ়ুবিন গর্গের ময়নাতদন্ত সম্পন্ন হবে। আনুমানিক শনিবার দুপুর দুইটার মধ্যে এটি শেষ হওয়ার আশা করা হচ্ছে। তার পরই তাঁর দেহ ভারত সরকারের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও বলেছেন, গায়কের দেহ গুয়াহাটিতে আনা হলে অন্ত্যেষ্টি সম্পন্ন হবে।

সিঙ্গাপুর সরকারও এই ময়নাতদন্তের বিষয় নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমরা প্রস্তুতি নিচ্ছি যেন প্রিয় শিল্পীকে দেশের মাটিতে ফিরিয়ে আনা যায়। সরকারি ঘোষণা অনুযায়ী, দেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ভক্তরা শোক জড়িত হতে পারবেন।”

আরও পড়ুনঃ “বেটিং অ্যাপ থেকে গেঞ্জি-জাঙ্গিয়ার অ্যাড, পয়সার লোভে কিছুই বাকি রাখলেন না!” “খেলোয়াড় হিসেবে শ্রদ্ধা করা যায়, মানুষ হিসেবে নিজের ইমেজ নিজেই শেষ করলেন!” ” ইস্পাত কারখানাটা কবে হবে?” জামা কাপড়ের ব্র্যান্ড লঞ্চ করে নেটিজেনদের ক’টাক্ষে বি’দ্ধ দাদা!

এই দুঃসংবাদ সমগ্র দেশের ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। হিমন্ত বিশ্বশর্মা বলেন, “অসমের বড় ক্ষতি এটি। জ়ুবিন আমাদের কাছে কী ছিলেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যে শূন্যস্থান তিনি রেখে গেলেন, তা পূরণ করা অসম্ভব।” এভাবে একজন জনপ্রিয় গায়কের অকাল প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।