“কাউকে না কাউকে ধরেই বড় হতে হয়, সেখানে কাঞ্চনের স্ত্রী আমি।” “স্বামীর পরিচয়ের সুবাদে কাজের সুযোগ পাওয়া লজ্জার কিছু নয়, বরং সেটা গর্বের বিষয়!”— কাঞ্চনের কারণেই মেলে সুযোগ? মুখ খুললেন শ্রীময়ী!

টলিপাড়ায় অভিনেত্রী ‘শ্রীময়ী চট্টরাজ’কে (Sreemoyee Chattoraj) ঘিরে বিতর্ক যেন নিত্যসঙ্গী। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার ক্ষেত্র, প্রায় প্রতিটি বিষয় নিয়ে বারবার সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। বিশেষ করে ‘কাঞ্চন মল্লিক’-এর (Kanchan Mullick) সঙ্গে সম্পর্ক সামনে আসার পর থেকে তাঁকে কাঠগড়ায় তুলতে দ্বিধা করেননি কেউই। সংসার ভাঙার দায় থেকে শুরু করে মাতৃত্ব নিয়ে নানা বিদ্রুপ, সবকিছুই পেরিয়ে এখন আবার নতুন করে আলোচনার কেন্দ্রে শ্রীময়ী।

এবার দুর্গাপুজোটা শ্রীময়ীর কাছে একাধিক কারণে বিশেষ এবং আলাদা তাৎপর্যপূর্ণ। একদিকে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি পুজোর গানের ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে, আবার বড়পর্দার ছবি ‘রক্তবীজ ২’-তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জগতে এই অগ্রগতি অনেকের কাছেই কাঞ্চনের হাত ধরেই সম্ভব হয়েছে বলে অভিযোগ উঠলেও, শ্রীময়ী সেই সমালোচনাকে অন্যভাবে গ্রহণ করেছেন।

তাঁর কথায়, স্বামীর পরিচয়ের সুবাদে কাজের সুযোগ পাওয়া লজ্জার কিছু নয়, বরং সেটা গর্বের বিষয়! এদিন অভিনেত্রী খোলাখুলিই স্বীকার করেছেন, “কাউকে না কাউকে ধরেই বড় হতে হয়। সেখানে কাঞ্চনের স্ত্রী আমি, গর্বের বিষয়।” তবে এ-ও তিনি স্পষ্ট করেছেন যে কেবল পরিচয় থাকলেই কেউ সুযোগ দেয় না, যোগ্যতা প্রমাণ করতে হয় নিজেকেই। তাঁর বক্তব্য, শুধুমাত্র হাসিখুশি মুখ থাকলে কেউ সুযোগ দিত না, কাজ ধরে রাখার জন্য প্রতিভা প্রয়োজন।

তাই কাঞ্চনের হাত ধরে অনেকের সঙ্গে পরিচয় হলেও কাজ পাওয়ার পেছনে তাঁর নিজের যোগ্যতাই মূল ভূমিকা রেখেছে। উল্লেখ্য, টেলিভিশনের ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। বড়পর্দা এই প্রথম, ছোটপর্দা দিয়েই যাত্রা শুরু করেছিলেন শ্রীময়ী। এরপর বিয়ে আর মাতৃত্বের পর তিনি নিজেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন কাজ থেকে। তবে ভাল চরিত্রের প্রস্তাব এলে তিনি আজও প্রস্তুত অভিনয়ের জন্য। পরিবার আর পেশার মধ্যে ভারসাম্য রেখে চলাই এখন তাঁর লক্ষ্য।

আরও পড়ুনঃ  “বেইমানি করা মহাপাপ, উপরতলার মানুষকে তেল মেরে…আমি এখন সেই ব্র্যাকেটের মধ্যে আর পরি না!”— “খোঁচা না মেরে কথা বলতে পারেন না?” পুজোয় স্বামী রাজার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে গিয়ে নেটিজেনদের খোঁচা দিতে গিয়ে নিজেই খোঁচা খেলেন মধুবনি!

অভিনয় জীবনে একের পর এক সুযোগ এলেও তিনি মনে করেন, সেগুলো ধরে রাখাই আসল চ্যালেঞ্জ। সমালোচনা এবং বিদ্রুপকে পাশে সরিয়ে আজকের দিনে শ্রীময়ী নিজের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছেন। কাঞ্চনের সঙ্গে সম্পর্ক, নতুন কাজ কিংবা মাতৃত্ব— সবকিছুর মধ্যেই তিনি খুঁজে নিচ্ছেন নিজের জায়গা। শোরগোল আর বিতর্কের ভিড়েও যে তিনি থামতে চান না, বরং এগিয়ে যেতে চান নিজের পথে, সেটা বুঝিয়ে দিয়েছেন তাঁর সাম্প্রতিক উক্তিতে।