বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য এবার যেন একে একে ফিরে আসছে পুরনো দিনের নস্টালজিয়া। কিছুদিন আগেই খবর মিলেছে শোলাঙ্কি আর গৌরব আবারও জুটি বাঁধতে চলেছে। আর এবার খবর যে, দীর্ঘ বিরতির পর পর্দায় আবারও জুটিতে ফিরছেন একসময়ের জনপ্রিয় মুখ ‘দেবপর্ণা পাল চৌধুরী’ (Debaparna Paul Chowdhury) এবং ‘কৌশিক রায়’ (Koushik Roy)। বহুদিন ধরে তাঁদের টেলিভিশনের পর্দায় ততটা দেখা যায়নি, এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
দর্শক ভেবেছিলেন আর হয়তো দেখা যাবে না তাঁদের একসঙ্গে, কিন্তু পুজোর মরশুমেই এলো নতুন চমক! প্রসঙ্গত, অভিনয় জীবনের শুরু থেকেই দেবপর্ণা একাধিক ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে নজর কেড়েছেন। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অনুর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের এখনও মনে রাখার মতো। সেই সময়ে হাতে ছিল প্রচুর কাজ, কিন্তু কয়েক বছর আগে হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে যান তিনি। সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী।
বিয়ের পর আর তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। ফলে ভক্তদের মনে তাঁর প্রত্যাবর্তন নিয়ে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। অন্যদিকে, কৌশিক রায়ও ছোটপর্দার পরিচিত নাম। ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেতিবাচক ভূমিকাতেও তাঁর সমান সাফল্য রয়েছে। ‘বোঝে না সে বোঝে না’তে অরণ্যের দিদি অনুর স্বামী, অর্থাৎ দেবপর্ণার বিপরীতে তাঁর অভিনয় আলাদা করে নজর কেড়েছিল। পরে ‘ফাগুন বউ’-এর মতো ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
তবে টাইপকাস্ট হওয়ার ভয়েই ধীরে ধীরে ইতিবাচক চরিত্রে মন দেন তিনি। এরপর ‘খড়কুটো’, ‘আলোর কোলে’ ধারাবাহিকের সাফল্যের কথা আলাদা করে বলার কিছু নেই। যদিও সাম্প্রতিক সময়ে তাঁকেও ছোটপর্দা থেকে অনেকটা দূরে সরে যেতে দেখা গিয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর দর্শকদের জন্যই একসময়ের প্রিয় জুটি আবারও ফিরছেন একসঙ্গে। এতদিন যে কেবল পুরনো ধারাবাহিকের পুনঃসম্প্রচার দেখে তাঁদের মনে পড়ছিল, এ বার নতুন গল্পে আবার দেখতে পাওয়া যাবে দেবপর্ণা-কৌশিককে।
আরও পড়ুনঃ “পৈত্রিক ভিটে ছেড়েছিলাম স্বপ্নের জন্য…তরুণ কুমারের নাতি, তাও কাজের জন্য ভিক্ষা করতে হয়!” -অকপট সৌরভ বন্দ্যোপাধ্যায়!
দর্শকরা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছেন তাঁরা এবার মুখ্য চরিত্রে আসছেন। কিন্তু ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। তবে এখানেই শেষ নয়, চমক আরও বাড়াতে সঙ্গে থাকছেন অভিনেত্রী মধুমিতা সরকারও। যিনি একসময় ‘বোঝে না সে বোঝে না’-র নায়িকা ছিলেন, তিনিই রয়েছেন এই নতুন ধারাবাহিকেরও কেন্দ্রীয় চরিত্রে। অর্থাৎ, দর্শকদের প্রিয় মুখগুলোকে একসঙ্গে পাওয়ার সুযোগ নিঃসন্দেহে ছোটপর্দার দর্শকদের জন্য এক বড় চমক।