“পৈত্রিক ভিটে ছেড়েছিলাম স্বপ্নের জন্য…তরুণ কুমারের নাতি, তাও কাজের জন্য ভিক্ষা করতে হয়!” -অকপট সৌরভ বন্দ্যোপাধ্যায়!

তিনি প্রয়াত অভিনেতা তরুণ কুমারের নাতি, তাও নাকি ইন্ডাস্ট্রিতে কাজ পেতে রীতিমতো ভিক্ষা করতে হয়েছে তাঁকে! কথা হচ্ছে, অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের (Sourav Banerjee)। একটা সময় টুকটাক ছবি করলেও সেভাবে কেউই তাঁকে চিনতে না। এরপর ছোটপর্দায় ‘সারেগামাপা’ দিয়ে প্রথম পরিচিতি লাভ করেন তিনি। ছোট থেকেই গানকে ভালোবসেন, আর গান নিয়েই এগোতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি।

সেখানে বিচারকের স্পষ্টই জানিয়ে দিয়েছিল, তার গলা সেভাবে সমস্ত রকমের গানকে তুলে ধরতে অক্ষম। এরপর আর কি, অগত্যা অভিনয় করতে আসা। যাঁর রক্তেই মিশে আছে বিনোদন, সে কি কখনও দূরে থাকতে পারেন! কিন্তু সেই সময় নাকি একাধিক অডিশন দিয়েছিলেন তিনি। দিনের পর দিন নাকি অপেক্ষাও করেছিলেন, এই বুঝি কেউ সুযোগ দেবে। কিন্তু বারবার হতাশ হতে হয়েছে তাঁকে। এমনকি নিজের পৈত্রিক ভিটে পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন কাজের জন্য!

Actor Sourav Banerjee

একটা সময় যখন সব আশা নিভে যাচ্ছিল, ব্লুজ প্রযোজনা সংস্থার কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী সৌরভকে সুযোগ দেয় ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে। সেই সাফল্যের পর থেকে একের পর এক কাজ আসতে থাকে তার হাতে। আজও তিনি স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ দিতে ভোলেন না। এমনকি ব্লুজের নতুন ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ -এ সৌরভকে আবার সুযোগ দিয়েছেন পরিচালক। এখন অনেক সুযোগ আসলেও বেছে বেছে কাজ নেন তিনি।

কর্মজীবনের মতো ব্যক্তিগত জীবনেও তিনি গভীর চিন্তা ভাবনা রাখেন। বেশ কয়েক বছর আগে বিয়ে করেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়কে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি ত্বরিতা একজন ডায়েটিশিয়ান। সেই সংক্রান্ত ব্লগ এবং আরও নানান কিছু পোস্ট করেন তিনি সমাজ মাধ্যমে। স্ত্রীর সঙ্গে সঙ্গ দেন স্বামী সৌরভও। এখন যেখানে স্বামী-স্ত্রীর মধ্যে সাফল্য নিয়ে যে একটা অদৃশ্য লড়াই চলে, সৌরভদের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম।

আরও পড়ুনঃ জলসার পর্দায় নস্টালজিয়া উস্কে ফিরছে গাঁটছড়ার জুটি! আসছে গোরা-এলার গল্প! ফের একবার টিআরপি কাঁপাবে গৌরব-শোলাঙ্কি জুটি?

তিনি মনে করেন, ভালোবাসা থাকলে সেখানে প্রতিযোগিতা আসে না। একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর একঘেয়েমি আসতেই পারে, তবে নতুন করে ভালোবাসা খুঁজে নিতে হয়। সৌরভের কথায়, এমন অনেক কিছু আছে যেটা ত্বরিতা ভালো করে কিন্তু তিনি অক্ষম। আবার উল্টোটাও কিন্তু আছে। তাই প্রতিযোগিতায় অংশ নিয়ে, সম্পর্ক নষ্ট করে শেষ জীবন একাকিত্বে কাটাতে চান না তিনি।