নিজের প্রাণবন্ত হাসি আর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তিনি টেলিভিশনের পর্দায় যেমন উজ্জ্বল, বাস্তব জীবনে তেমনই উষ্ণ। কিন্তু সম্প্রতি এই চেনা মুখের জীবন থমকে গিয়েছিল গুরুতর অসুস্থতার কারণে। যিনি সবসময় অন্যদের মুখে হাসি ফোটান, সেই অভিনেত্রীকেই (Television Actress) এবার জীবনের এক কঠিন লড়াই লড়তে হয়েছে। এক ভ্লগের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসা এবং হাসপাতালের দিনগুলোর কথা— যা শুনে অনেকেই শিউরে উঠেছেন।
এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর স্বামীও, যিনি পুরো অভিজ্ঞতাটা ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। তিনি বলেন, “গত ২৬ তারিখ রাতে, ওকে ভর্তি করেছি। খুবই খারাপ অবস্থায় ছিল। কথা তো ছেড়েই দাও, দাঁড়াতেও পারত না। খাবার খেলেই বমি আর শরীর-চোখ পুরো হলুদ হয়ে গিয়েছিল। বিলিরুবিন নেমেছিল ১৮-এ, আর লিভারের এনজাইম বেড়ে ৬,০০০।” এমন শারীরিক অবস্থা শুনেই বোঝা যাচ্ছে, পরিস্থিতি কতটা জটিল আকার নিয়েছিল।
অভিনেত্রীর জীবনে এর আগেও অসুস্থতা এসেছিল একাধিকবার। তিনি কোভিড-১৯ ও এইচ১এন১-এ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তাঁর মতে, ‘হেপাটাইটিস-এ’ তিনটির ধরনের মধ্যে সবচেয়ে বেশি প্রা’ণঘাতী। আরও বলেছেন তিনি, “কোভিডে ভেবেছিলাম এর থেকে খারাপ আর কিছু আর নেই, তারপর এইচ১এন১। কিন্তু এবার সত্যিই মৃ’ত্যুকে কাছ থেকে দেখলাম।” তিনি ‘হেপাটাইটিস-এ’ প্রসঙ্গে জানিয়েছেন, শরীরটা খারাপ লাগছিল অনেকদিন ধরেই, কিন্তু প্রথমে ভেবেছিলেন সাধারণ শ্বাসকষ্টের সমস্যা।
পরে তড়িঘড়ি করে হাসপাতালে পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে, তিনি ‘হেপাটাইটিস এ’-তে আক্রান্ত। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, আইসিইউ পর্যন্ত যেতে হয় তাঁকে। নিজের মুখেই অভিনেত্রী বলেছেন, “শুরুতে ভেবেছিলাম এটা শুধুই শ্বাসকষ্ট। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরেই অন্য রোগ ধরা পড়ে। লিভারের এনজাইম বেড়ে গিয়েছিল। আইসিইউতে থেকেছি, তবে এখন অনেকটাই সুস্থ আমি।” তখন আশেপাশের মানুষ সাধারণ জন্ডিস ভেবে তাঁকে দেখতেও আসেনি।
আরও পড়ুনঃ অবাঙালি মেয়ে থেকে টলিউডের অন্যতম সফল অভিনেত্রী জুন মালিয়া! দু’বার বিয়ে, তারপর বিচ্ছেদ! আজও কেনও তিনি ব্যবহার করেন প্রথম স্বামীর পদবী?
ডাক্তারের পরামর্শে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে, এখন তিনি কঠোর ডায়েট মেনে চলছেন। তেল, নুন খাওয়া ছেড়েছেন। কাজে বেরোলেও খাবার আর পানীয় নিয়েও অতিরিক্ত সতর্কতা নিচ্ছেন। উল্লেখ্য, ছোটপর্দায় নিজের সহজাত প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। পূর্ণামিথিঙ্কাল ও বসন্তমল্লিকা-র মতো ওপেরা তাঁকে পৌঁছে দিয়েছে ঘরে ঘরে। এই অভিনেত্রী হলেন মালয়ালম টেলিভিশনের প্রিয় মুখ ‘দেবী চন্দনা’।যিনি অসুস্থতার মধ্যেও নিজের জীবনের সাহসী গল্পটা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।