অভিনেত্রী সৌমি পাল, যিনি ‘কাঞ্চি’, ‘কে আপন কে পর’, ‘সীমারেখা’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবনের কষ্টের কথা প্রকাশ করেছেন। দীর্ঘদিন পর আবারো ক্যামেরার সামনে আসা সৌমি জানান, ২০২১ সালে আইনি বিয়ে সত্ত্বেও তার বিবাহিত জীবন সুখের ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সবই আইনের আওতায়। তাই আমি সরাসরি মন্তব্য করতে চাইছি না।”
২০১৬ সালে শুরু হওয়া সম্পর্কের পর ২০২১ সালে আইনি বিয়ে সেরেছিলেন সৌমি। তার স্বামী সরকারি চাকুরে। তবে সৌমির ভাষ্য অনুযায়ী, বিবাহিত জীবন শুরু হতেই তিনি একাধিক মনস্তাত্ত্বিক ও আর্থিক সমস্যার সম্মুখীন হন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে সৌমি বলেন, “গ্রামের বাড়ি, গাড়ি সবই আমার টাকায়। অথচ তিনি বন্ধুদের বলছেন, সব কিছুর মালিকানা তার। আমার কাছে সব কাগজপত্র আছে। এই সত্যই প্রমাণ করবে।”
সৌমি আরও অভিযোগ করেন, স্বামী কিছু না বলেই তাকে বাড়িতে ঢুকতে দেননি। তিনি প্রশ্ন করেন, “আমার কি চরিত্র খারাপ ছিল? আমি কি মানসিক, শারীরিক বা আর্থিক নির্যাতন করতাম? কোনো জবাবই পাইনি।“ এই ঘটনায় তিনি শীঘ্রই আইনি বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে।
ব্যক্তিগত দুঃখ-বিষয়েও সৌমি জানান, ২০১২ সালে মা এবং ২০২৩ সালে বাবা হারিয়েছেন। বর্তমানে একমাত্র ভরসা তার দিদি। আইনি বিয়ের পর থেকে কাজও প্রায় থেমে গিয়েছিল, তবে এখন তিনি অল্প অল্প করে আবার অভিনয় শুরু করেছেন। সম্প্রতি দর্শকরা তাঁকে ‘গীতা এলএলবি’ এবং ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখতে পেয়েছেন।
আরও পড়ুনঃ “কার্নিভালে গেছেন ইনকাম এমনই হয়ে যাবে, ব্যাগ বেচতে হবে না!” “চটি চাটা ছাড়া আর কিছু জানেন না, এবার কি ভোটেও দাঁড়াতে চান নাকি?”— ব্যাগ বিতর্কের পর, পুজো কার্নিভালে মধুবনী-রাজার উপস্থিতি ঘিরে বিতর্ক ফের চরমে! তীব্র ক্ষোভ প্রকাশ নেটিজেনদের!
সৌমির এই প্রকাশ্যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনুরাগীরা সমবেদনা জানাচ্ছেন এবং অভিনেত্রীকে তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন। সকলেই আশা করছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সৌমি ন্যায় পাবেন এবং পুনরায় কেরিয়ারে মনোনিবেশ করতে পারবেন।