‘কথা’ ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। শেষ দিনের শুটিংয়ে অভিনেত্রী সুস্মিতা দে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই মুহূর্ত সামলেছিলেন নায়ক সাহেব ভট্টাচার্য। এরপর শোনা যাচ্ছে, ধারাবাহিক শেষ হতেই নাকি একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন দু’জনে! ফলে প্রশ্ন উঠছে— নায়িকার মন ভোলাতেই কি তাঁকে নিয়ে ঘুরতে বেরোলেন সাহেব?
‘কথা’ ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই এই জুটির রসায়ন দর্শকের মনে জায়গা করে নেয়। পর্দায় তাঁদের কেমিস্ট্রি যেমন প্রশংসিত হয়েছিল, ঠিক তেমনই পর্দার বাইরে ঘনিষ্ঠ মুহূর্তও আলোচনার জন্ম দেয়। বিভিন্ন পার্টি, ইভেন্ট বা প্রমোশনে তাঁদের একসঙ্গে দেখা যেত। এরপর থেকেই গুঞ্জন, সাহেব ও সুস্মিতা নাকি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন।
সূত্রের খবর, শুটিং শেষ হতেই নিরিবিলিতে ঘুরতে গিয়েছেন তাঁরা। কোথায় গিয়েছেন তা স্পষ্ট নয়, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁদের সম্পর্ক এখন আগের চেয়ে আরও ঘনিষ্ঠ। যদিও নায়ক বা নায়িকার কেউই সামাজিক মাধ্যমে একসঙ্গে কোনও ছবি বা ভিডিও শেয়ার করেননি। তবুও তাঁদের ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে টলিপাড়ার আনাচে-কানাচে।
শুধু তাই নয়, সাহেবের পরিবারের সঙ্গেও নায়িকার যোগাযোগ বাড়ছে বলে জানা গেছে। বিশেষ করে নায়কের ভাগ্নে নাকি দিদিমার মতোই ভালোবাসে সুস্মিতাকে! সাহেবের পরিবারও নায়িকার উপস্থিতিতে খুশি। ফলে এখন প্রশ্ন একটাই— এই বন্ধুত্ব কি সত্যিই প্রেমের পথে হাঁটছে?
আরও পড়ুনঃ “যেমন মা, তেমন ছেলেও ঠুঁটো জগন্নাথ, লজ্জাহীন আচরণ!” “এতো ন্যাকামি ও দাম্ভিকতা যে নিজের প্লেটটাও ধরতে পারেন না!”— অন্যের হাতে থালা রেখে ভোগ খেলেন ঋতুপর্ণা, লক্ষ্মীপুজোর ভিডিও ঘিরে ঋতুপর্ণা ও তাঁর ছেলেকে নিয়ে চরম কটাক্ষ! সমাজ মাধ্যমে চড়ছে বিতর্কের পারদ!
অন্যদিকে, কিছু দিন আগেই অন্য এক সম্পর্কের ইতি টেনেছেন সুস্মিতা। সেই অভিজ্ঞতার পর এখন আবার কি নতুন প্রেমের সূচনা? উত্তর সময়ই দেবে। তবে টলিপাড়ার আলোচনায় এখন একটাই নাম— সাহেব ও সুস্মিতার অফস্ক্রিন রসায়ন।