এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে (Chiroshokha) যেখানে নতুন চরিত্রদের নিয়ে শুরু হয়েছে নানান বিতর্ক, সেখানে বহুদিনের বিতর্কিত চরিত্ররা এবার দর্শকদের চোখে ভালো হতে শুরু করেছেন। হ্যাঁ, কথা হচ্ছে কমলিনীর বড় ছেলে বুবলাইকে নিয়ে। ধারাবাহিকের শুরুর দিন থেকেই, বুবলাই সবসময়ে দর্শকদের অপছন্দের তালিকার শীর্ষে থাকা চরিত্রের মধ্যে একটা।
প্রথমে সে চাপ থাকলেও বর্ষার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে মায়ের চরিত্র নিয়ে বারংবার প্রশ্ন তোলা, স্বতন্ত্রকে অপমান করা, এমনকি অকৃতজ্ঞ ও স্বার্থপরের মতো ব্যবহার সমালোচিত হয়েছে সর্বত্র। একটা সময় ধারাবাহিকের চরিত্রদের থেকে শুরু করে বাস্তবেও অনেকেই বলছিলেন, বুবলাই ব্যক্তিত্বহীন একটা মানুষ। নিজের মাকে সবার সামনে ছোট করে, অপরাধী বাবার পক্ষ নেওয়া এবং বউয়ের কথায় ওঠাবসা অনেকেই মানতে পারছিলেন না।
এতো অপরাধ করছে বাবা, এমনকি আরেকজনের সঙ্গে বিয়ে করে সংসার পেতেছে জেনেও, বর্ষা-বুবলাইয়ের বাবার হয়ে লড়াই করতে সবার চোখে বিষ হয়ে উঠেছিল বুবলাই! দাবি উঠেছিল বাড়ি থেকে বের করে দেওয়ার দু’জনকে। দর্শকদের দাবি মেনে, লেখিকা লীনা গাঙ্গুলী কিছুদিন যাবত বুবলাই-বর্ষাকে বাড়ি থেকে দূরেই রেখেছিলেন। পার্বতীর বিয়ের ট্র্যাক আসায়, আবার ফিরিয়ে আনা হয় তাদের। তবে, এবার বুবলাইকে দেখা গেল একেবারেই অন্য রূপে!
মাকে অপমান নয় বরং মায়ের পাশে দাঁড়াচ্ছে সে! ঘটনাচক্রের পার্বতী নিজেই সিঁদুর পড়ে নিজেকে স্বতন্ত্রের স্ত্রী দাবি করলে, কমলিনী সেটা মেনে নেয় এবং তাদের সংসার গুছিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বাড়িতে পার্বতীর গৃহপ্রবেশের সময়, বর্ষা বুবলাইকে খোঁচা মেরে বলে যে এবার কি সে এই বাড়িতে মায়ের প্রেমিক এবং তার স্ত্রীর সঙ্গে থাকবে? এই কথায় বুবলাই একেবারে স্পষ্ট উত্তর দেয় বর্ষাকে, তার এতদিন সমস্যা ছিল মায়ের সঙ্গে স্বতন্ত্রের সম্পর্ক নিয়ে।
আরও পড়ুনঃ টেলিপাড়ার শ্যামবর্ণ রূপসী নায়িকা নাকি বহুদিন আগেই বিয়ে সেরেছেন, ইন্ডাস্ট্রিতে এখনও ‘সিঙ্গল’ ট্যাগেই পরিচিত! সহকর্মীরা কেউ জানে না, চুপচাপ সংসার করছেন… কে তিনি জানেন?
কিন্তু এখন যখন সেটাই আর নেই তাই মায়ের সঙ্গে কোনও সমস্যাও নেই তার। আগের মতোই আনন্দ করে সেই বাড়িতে থাকতে চায়। বর্ষাকে বুবলাই এটাও বলে যে, তার বরাবর মাকে নিয়ে রাগ থাকলেও বুবলাইয়ের রাগ ছিল অবৈধ সম্পর্কটা নিয়ে। তাই বর্ষার যদি এই বাড়িতে থাকতে না ইচ্ছা করে, বাপের বাড়ি খেয়ে চলে যেতেই পারে। বুবলাইয়ের এই পরিবর্তন দেখে দর্শকরা মুগ্ধ, তারা বলছেন এতদিনে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে সে!