গায়ক রূপঙ্কর বাগচী বর্তমানে বিদেশে গানের অনুষ্ঠানে ব্যস্ত। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী চৈতালি লাহিড়ী। দু’জনে বিদেশে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই ছবিতেই কিছু নেটিজেনের কটাক্ষের শিকার হয়েছেন চৈতালি। কেউ বলছেন, “ওজনটা কমানো দরকার”, আবার কেউ মন্তব্য করছেন, “দয়া করে রুচিশীল পোশাক পরুন।”
তবে এ বার আর চুপ থাকেননি চৈতালি। তিনি স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন কটাক্ষকারীদের। বিদেশে বসেই নিজের একটি ছবি পোস্ট করে চৈতালি লিখেছেন, “আমি জানি আমি মোটা, কালো, মধ্যবয়সী মহিলা। কিন্তু তাতে আমার কোনও জটিলতা নেই। আমি জানি আমি স্মার্ট, মিশুক, শিক্ষিত মানুষ।”
চৈতালির কথায়, “আমি সম্পর্কের মানুষ, মনের মিল থাকলে তবেই বন্ধুত্ব হয়। না মিললে কিছু যায় আসে না। আমার বন্ধু, ভাইবোন, পরিবার সবাই আমাকে যেমন তেমনই চেনে এবং ভালোবাসে।”
তিনি আরও যোগ করেন, “ওই পার থেকে কে কী বলল, তাতে আমার কিছু আসে যায় না। আমি আমার মতো করে জীবন কাটাব, নিজের মতো পোশাক পরব। তোদের কী রে! কবুতর, যা যা যা!”
আরও পড়ুনঃ “বিয়েটা সত্যি গোপন করেই দেওয়া হয়েছিল, ওর সঙ্গে সংসার করা যায় না…একজন বাবা হয়ে ছেলেকেই বাঁচিয়েছি!” “আমি মরে গেলেও মনোবীণার যত্ন বা টাকার অভাব হবে না!”— শ্যামল মিত্রের মেয়ে মনোবীণাকে ঘিরে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের চাঞ্চল্যকর মন্তব্যে সরগরম বিনোদন জগৎ!
চৈতালির এই স্পষ্টভাষী উত্তর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে তাঁর এই আত্মবিশ্বাস এবং সাহসের প্রশংসা করছেন। অনেকেই বলছেন, “চৈতালি ঠিকই করেছেন, নিজের মতো বাঁচাটাই আসল স্বাধীনতা।”