স্টার জলসার বাংলা ধারাবাহিকগুলি বরাবরই দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। ছোট পর্দার গল্পের সঙ্গে দর্শকদের সম্পর্ক কেবল বিনোদনের নয়, বরং এক ধরনের আবেগের বন্ধনও হয়ে উঠেছে।
‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকটিও তার ব্যতিক্রম নয়। প্রথম দিন থেকেই দর্শকরা এই ধারাবাহিককে মনোযোগ দিয়ে দেখছেন, চরিত্রগুলোর সুখ-দুঃখের সঙ্গে নিজেদের যুক্ত করছেন। কিন্তু সম্প্রতি গল্পের কিছু অদ্ভুত টুইস্ট দর্শকদের মধ্যে কৌতুহল এবং ট্রোলের জন্ম দিয়েছে।
গল্পে দেখা গেছে, বিদেশে তিন মাসের প্রেগনেন্সি দেখানোর পর শুভলক্ষী দেশে ফিরে পিসি ঠাম্মির বাড়িতে পুজো কাটিয়েছে এবং গৃহপ্রবেশ করেছে। এরপর আদি জেলে গেলো মিথ্যা খুনের অভিযোগে। তারপর গল্পে নকল আদৃত মানে তুফানকে দেখানো হয়, আর তার পর দুর্গাপুজো ও লক্ষী পুজো শেষ। কিন্তু দেশে ফিরে একবারও ডাক্তারের কাছে চেকআপ করলো না শুভলক্ষী।
দর্শকরা মনে এখন একটাই প্রশ্ন—এতো মাসের প্রেগনেন্সির পরও শুভলক্ষী বিজয়ার বৈঠকে নাচ গান করলো, অথচ সাধ দেখালো না। মানে, তিন মাসের প্রেগনেন্সি কোথায় গেলো? বাড়ি নিলাম করে এসেছে, কিন্তু এখনও হঠাৎ শারীরিক চেকআপ বা সাধের কোনো হদিশ নেই।
আরও পড়ুনঃ “আমি লম্পট বলেই মনোবীণার দায়িত্ব নিচ্ছি, খারাপ মানুষ হয়েই আবার জন্মাতে চাই!” “আমার ছেলে এবং বর্তমান স্ত্রীর কিন্তু সুস্থ ভাবে বাঁচার অধিকার আছে!”— সমালোচনার মুখে দাঁড়িয়েও দৃঢ় অবস্থান কৌশিক বন্দ্যোপাধ্যায়ের! স্ত্রী লাবনীকে বিতর্ক থেকে দূরে রাখতে অনুরোধ তাঁর!
সোশ্যাল মিডিয়ায় গৃহপ্রবেশ ট্রোল এখন ভাইরাল। দর্শকদের দাবি- “শুভলক্ষী কি সুপারওম্যান? যিনি প্রেগনেন্সি অবস্থাতে চেকআপ ছাড়াই নাচতে পারেন, গৃহপ্রবেশ করতে পারেন?” হাসি ঠাট্টার মধ্য দিয়ে দর্শকরা স্টার বিদ্রূপ করছেন,এভাবেই ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিক এখন ট্রোলের নতুন আইকন হয়ে উঠেছে সমাজ মাধ্যমে।