“ঘুম থেকে উঠে আমাকে ফোন না করেই ওয়াশরুমে চলে যায়, আমি সেটা নিয়ে ঝামেলা করি”- সোহেলের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তিয়াশা লেপচা! “স্বামীকে ছেড়ে, ছোট ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে ন্যাকামো হচ্ছে”- কটাক্ষ নেটিজেনদের!

টলিউডের টেলিভিশন জগতে প্রতিনিয়ত নতুন চরিত্র ও ধারাবাহিকের মাধ্যমে দর্শককে আকৃষ্ট করা হয়। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী তিয়াশা লেপচা ও সোহেল দত্ত। “অনুরাগের ছোঁয়া” ধারাবাহিকের মাধ্যমে বর্তমানে তিয়াসা দর্শকের নজর কেড়েছেন। “কৃষ্ণকলি” ধারাবাহিকের মাধ্যমেই তিনি দর্শকদের মন জয় করা শুরু করেছিলেন। তবে ক্যারিয়ারের আলোচনার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনের কারণে নিয়মিত আলোচনায় থাকেন তিয়াসা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিয়াশা জানিয়েছেন, তাদের মধ্যে ছোটখাটো ঝগড়ার কারণ প্রায়ই ঘনিষ্ঠ ও দৈনন্দিন অভ্যাসের উপর ভিত্তি করে হয়। অভিনেত্রী বলেন, “সোহেল ঘুম থেকে উঠে আমাকে ফোন না করে সরাসরি ওয়াশরুমে চলে যায়। এ নিয়ে আমাদের মাঝে মাঝে মতবিরোধ হয়।” এই সরল বক্তব্য নিয়েই নেটিজেনদের মাঝে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

তিয়াশা লেপচার আগেও একটি বিয়ে হয়েছে, যা পরবর্তীতে বিবাহবিচ্ছেদের মাধ্যমে শেষ হয়েছে। এরপর তিনি সোহেল দত্তর সঙ্গে সম্পর্ক শুরু করেন। এই সম্পর্কও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে, বিশেষ করে তার আগের সম্পর্কের প্রেক্ষাপটে।

সাক্ষাৎকারের বিষয়টি প্রকাশের পরেই নেটপাড়ায় সমালোচনা শুরু হয়েছে। একজন মন্তব্য করেছেন, “স্বামীকে ছেড়ে, ছোটো ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে ন্যাকামো হচ্ছে আর কি।” আরেকজন লিখেছেন, “এরা খুব ধাণ্ধাবাজ হয়। আগের টার হাত ধরে সিরিয়ালে চান্স পেয়েছিল। এটার সাথে ও নিশ্চই কোনো স্বার্থ আছে, যেটা আমরা কেউ জানি না।”

আরও পড়ুনঃ “ইন্ডাস্ট্রির জন্য এত করেও প্রাপ্য সম্মান পেল না বিপ্লব!” “আজকাল আর ডাকে না, কেউ দাম দিল না ওর!”— তমাল রায় চৌধুরীর মন্তব্যে ফের সামনে এলো সহ-অভিনেতা বিপ্লব চ্যাটার্জীর করুণ পরিণতি! পর্দায় যিনি ছিলেন ভয়ঙ্কর ভিলেন, আজ তাঁকে দেখলে চোখ ভিজে আসে মানুষের!

অনেকে আরও লিখেছেন, “কত ঢংঢং আগেরটাকে ছেড়ে আর একটা নিয়ে নাটক করছে। আবার কিছু দিন যেতেই দেখা যাবে এইটা ও শেষ।” নেটিজেনরা সরাসরি মানুষের ভাষায়, সহজ এবং তীক্ষ্ণভাবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করছে। বর্তমানে তিয়াসার প্রতিটি ছোটখাটো ব্যক্তিগত ও পেশাগত ঘটনা ট্রোলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।