টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী আবারও বিতর্কের কেন্দ্রে। নিজের ব্যবসার প্রচার করতে গিয়ে এমন মন্তব্য করেছেন, যা নিয়ে ক্ষুব্ধ দর্শকের একাংশ। সম্প্রতি একটি ভিডিওতে মধুবনী বলেন, “বাপের পয়সা থাকলে এই ভিডিয়ো আপনার জন্য নয়।” তাঁর এই কথাতেই রেগে গিয়েছেন বহু অনুরাগী। অনেকেই বলছেন, একজন অভিনেত্রীর মুখে এমন কথা মানায় না।
মধুবনী বর্তমানে নিজের গয়নার ব্যবসা নিয়ে ব্যস্ত। সেই ব্যবসার প্রচারের জন্যই ভিডিওটি করেছিলেন তিনি। তবে দর্শকরা বলছেন, প্রোমোশনের ভাষা আরও ভদ্র হতে পারত। অনেকেই মন্তব্য করেছেন, “শেষে বাবা তুলে কথা বলছেন, এটা খুবই অসম্মানজনক।” কেউ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, “এমন ভাব করছেন যেন কাজ তিনিই দেবেন!”
মজার বিষয়, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরও সম্প্রতি নিজের গয়নার ব্র্যান্ডের জন্য একইভাবে প্রচার করেছিলেন। কিন্তু তাঁর ক্ষেত্রে কেউ আপত্তি তোলেননি। অথচ মধুবনীর ভিডিও ঘিরেই উঠেছে ঝড়। অনেকে বলছেন, তিনি শ্রদ্ধাকে নকল করেছেন, আবার অনেকেই দাবি করছেন, তাঁর বলার ধরনটাই সমস্যা।
অভিনেত্রীর এই বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের বন্যা বইছে। তবু এখন পর্যন্ত মধুবনী কোনও প্রতিক্রিয়া দেননি। আগেও তিনি ও তাঁর স্বামী রাজা গোস্বামী নানা মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। একবার বাঙালি ব্যবসায়ীদের নিয়ে তাঁদের মন্তব্যও রোষের মুখে ফেলেছিল অভিনেতা-দম্পতিকে।
আরও পড়ুনঃ অভিনেতা চন্দন সেনের তিন-তিনটে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট! ভুয়ো অ্যাকাউন্ট থেকে মহিলাদের ইনবক্সে বন্ধুত্বের বার্তা! ঘটনা কী?
বর্তমানে মধুবনী মন দিয়েছেন নিজের ব্যবসায়, আর রাজা ব্যস্ত ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিং নিয়ে। তবে দর্শকদের প্রশ্ন— “প্রচারের নামে কি সত্যিই সীমা ছাড়াচ্ছেন মধুবনী?” বিতর্কে মুখ না খুললেও, নেটদুনিয়ায় তাঁর এই ভিডিও যে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে, তা বলাই যায়।






