বিয়ে না হলেও সন্তান রয়েছে রণিতার! নিজের মাতৃত্ব উদযাপন করলেন অভিনেত্রী! চেনেন অভিনেত্রীর সন্তানকে?

অভিনেত্রী রনিতা দাস-এর জীবনে এসেছে মাতৃত্বের মিষ্টি অনুভব। বাড়ির ছোট্ট সদস্যটিকে তিনি নিজের সন্তানের মতোই যত্ন করেন, ভালোবাসেন। কাজের ফাঁকে যতটুকু সময় পান, সবটাই দেন সেই খুদেকে। আর তার জন্মদিনে সাজানো হয়েছিল বিশেষ আয়োজন—চকলেট কেক, বেলুন, আর অনেক ভালোবাসা। হাসিমুখে কেক কাটছেন রনিতা, পাশে তাঁর আদরের ‘সন্তান’। দৃশ্যটা যেন এক মায়ের সুখের মুহূর্ত।

ছবিগুলো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে, জন্মদিনের সেই ছোট্ট অনুষ্ঠানে রনিতা পাশে বসে রয়েছেন নিজের ‘বেবি’র সঙ্গে, সামনে সাজানো চকলেট কেক। কেক কাটার সময় পাশে রাখা প্রিয় পুতুলও যেন অনুষ্ঠানের সাক্ষী। অভিনেত্রী লিখেছেন, “আমি ধন্য যে তুমি এই দিনে জন্মেছ। তুমি আমাকে মা হিসেবে বেছে নিয়েছ, এজন্য আমি কৃতজ্ঞ।”

তবে এখানেই চমক! এই আদরের সন্তান আসলে রনিতার পোষ্য ফাঙ্কি সোনা। হ্যাঁ, মানুষ নয়, কিন্তু সম্পর্কটাও তো মায়েরই! জন্মদিনের দিন ছোট্ট ফাঙ্কিকে নিয়ে মেলায় গিয়েছিলেন রনিতা। সেখানে রাইডে চড়ে আনন্দ করেছে সে। অভিনেত্রী লেখেন, “যারা বলে তুমি রাগী, তাদের বলি—এটা ট্যারা হলেও আমার! আমার চোখে তুমি সবচেয়ে সংবেদনশীল।”

ভক্তদের অনেকে পোস্টে লিখেছেন, “তুমি সত্যিকারের অ্যানিম্যাল লাভার, ফাঙ্কি ভাগ্যবান এমন মা পেয়েছে।” কেউ আবার লিখেছেন, “তোমার ভালোবাসায় ভরা এই মাতৃত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক।” রনিতার পোস্টে ভরে গেছে শুভেচ্ছা আর হৃদয় ইমোজিতে।

আরও পড়ুনঃ “বুদ্ধিজীবীদের ভাবমূর্তি কলঙ্কিত করছে বর্তমান স্বার্থান্বেষী সরকার…আমরা পরিস্থিতির বদল চেয়েছিলাম সিঙ্গুরে, সরকার পরিবর্তন চাইনি!”— টাটার বিরোধিতা নয়, অন্যায়ভাবে শিল্পকে রুখেছিলেন! বুদ্ধিজীবীদের নৈতিক অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ অপর্ণা সেনের!

এখন রনিতা ছোটপর্দায় ফিরেছেন স্টার জলসা-র জনপ্রিয় ধারাবাহিক ‘ও মন দরদিয়া’-তে। প্রায় দশ বছর পর অভিনয়ে ফিরে তিনি এবার এক নিম্নবিত্ত গৃহবধূর চরিত্রে। তাঁর জীবনের মতোই সিরিয়ালের গল্পেও লুকিয়ে আছে চমক—ভাগ্যের খেলায় বদলে যাওয়া এক নারীর গল্প।