ধর্ষণের মামলায় ৭ বছর জেল, বলিউডে আর ফেরা হল না! আজ জীবিকা নির্বাহ করেন অন্য পথে! শাইনি আহুজার বর্তমান জীবন জেনে অবাক হবেন আপনিও

এক সময় বলিউডের পর্দায় তাঁর উপস্থিতিতেই কাঁপত দর্শক। শাইনি আহুজা, সেই নামটি একসময় ছিল সাফল্যের সমার্থক। ‘গ্যাংস্টার’, ‘ভুলভুলাইয়া’, ‘লাইফ ইন আ মেট্রো’—প্রতিটি ছবিতেই নিজের অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। প্রথম ছবিতেই পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার, কাজ করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালন, কঙ্গনা রানাউতের মতো তারকাদের সঙ্গে। বলিউডে তখন উত্থান এক উল্কাগতির মতো, কেউ ভাবেননি এই যাত্রা এত তাড়াতাড়ি থেমে যাবে।

কিন্তু ২০০৯ সালে আচমকাই ভেঙে পড়ে সেই উজ্জ্বল জীবনের ভিত। বাড়ির ১৯ বছরের পরিচারিকার তরফে ওঠে ভয়াবহ অভিযোগ—ধর্ষণের। সেই অভিযোগেই গ্রেফতার হন অভিনেতা। আদালতে দোষী সাব্যস্ত হয়ে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে থেমে যায় তাঁর কর্মজীবনও। এক সময় যে পরিচালকরা তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকতেন, তাঁরা পর্যন্ত মুখ ফিরিয়ে নেন। বলিউডের ঝলমলে আলোর নীচে একা পড়ে যান শাইনি আহুজা।

২০১১ সালে অভিযোগ তুলে নেন পরিচারিকা, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। তাঁর কেরিয়ারের দরজা তখনই বন্ধ হয়ে গেছে। মুক্তির পর আর ফিরে যেতে পারেননি রুপোলি পর্দায়। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম ব্যাক’ ছিল তাঁর শেষ সিনেমা। তার পর থেকে যেন উধাও হয়ে যান তিনি। অনেকে ভেবেছিলেন, হয়তো বিদেশে গিয়েছেন, আবার কেউ কেউ বলেছিলেন, তিনি পুরোপুরি গোপনে জীবন কাটাচ্ছেন কোথাও দূরে।

হ্যাঁ, শাইনি এখন বিদেশেই আছেন। তবে ক্যামেরার সামনে নয়, সম্পূর্ণ অন্য জগতে। বলিউডের চমক আর গ্ল্যামার ছেড়ে আজ ফিলিপিনসে কাপড়ের ব্যবসা করেন তিনি। নিজের হাতে তৈরি পোশাক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন প্রাক্তন অভিনেতা। যে মানুষ একসময় বিলাসবহুল পার্টি আর প্রিমিয়ার অনুষ্ঠানের মুখ দেখতেন, আজ দিন কাটাচ্ছেন সাধারণ ব্যবসায়ী হয়ে।\

আরও পড়ুনঃ বিয়ে না হলেও সন্তান রয়েছে রণিতার! নিজের মাতৃত্ব উদযাপন করলেন অভিনেত্রী! চেনেন অভিনেত্রীর সন্তানকে?

চলতি বছরের জুলাইয়ে পঞ্চাশে পা দিয়েছেন শাইনি আহুজা। শরীরে বয়সের ছাপ স্পষ্ট, ওজনও বেড়েছে কিছুটা, তবে মুখে এখনও সেই চেনা হাসি। হয়তো আলো নিভে গেছে, কিন্তু দর্শকদের মনে তাঁর জায়গাটা আজও অমলিন। তাঁর বর্তমান জীবন জানলে একটাই কথা মনে হয়—সময় সত্যিই কত নির্মম হতে পারে!