মিলনের পথ কঠিন, কিন্তু মন মেলানোর ঝুঁকি মধুর! শহরে প্রথম ভালোবাসার মিলন উৎসবেই কি এক হবে গৌরব-শোলাঙ্কির মন? ‘মিলন হবে কত দিনে’র দ্বিতীয় প্রোমো প্রকাশ্যে, কবে থেকে শুরু হচ্ছে সম্প্রচার?

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী ‘শোলাঙ্কি রায়’ (Solanki Roy), আর সাথে ‘গৌরব চট্টোপাধ্যায়’ (Gaurab Chatterjee)। এক কথায়, খড়িদ্ধি জুটির নতুন পাওয়ারফুল রিয়ুনিয়ন! স্টার জলসার আসন্ন মেগা ‘মিলন হবে কত দিনে’তে (Milon Hobe Koto Dine) জুটি বেঁধেছেন দু’জন। গত মাসে প্রকাশিত প্রথম প্রোমোতে দেখা গিয়েছিল– এলার চরিত্রে শোলাঙ্কি। যার ভালোবাসা গান আর কবিতা। প্রেমে বিশ্বাস, কিন্তু তাঁর জীবনকে ঘিরে রয়েছে অনেক টানাপোড়েন। ভাঙা মনকে নতুন করে গড়ে তোলার সাহস এলার রয়েছে, তবে মায়ের তাগাদা পুরো পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

সাত দিনের মধ্যে চাকরি না পেলে মায়ের পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ে করতে হবে তাকে। এলার বিপরীতে গৌরব বা ‘গোরা’, প্রেমকে কেবল প্রতারণা মনে করেন। অতীতের তিক্ত অভিজ্ঞতা তাকে প্রেমের পথে আর পা বাড়াতে দেয়নি। এলার উজ্জ্বল ও সংবেদনশীল ভাবের সঙ্গে গৌরবের ঠাণ্ডা, বাস্তববাদী চরিত্রের মেলবন্ধনই ধারাবাহিকের আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। এই মেগায় আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক রায়কে, এই কথা আগেই জানা গিয়েছিল।

 

Solanki Roy And Gourab Chatterjee To Reunite After Gaatchora For New Mega Of Star Jalsha

এদিন প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো এবং সম্প্রচারের সময়সূচী। এই প্রোমোর শুরুতেই দেখা গেল, একটি মেলার দৃশ্য। যেখানে মাইকে ঘোষণা হচ্ছে ‘শহর কলকাতায় এই প্রথম ভালোবাসার মিলন উৎসব! খুঁজে নিন আপনার জীবনসঙ্গী।’ এরপরেই দেখা যায় গোরা বলছে, ‘প্রেম-ভালোবাসা একটা প্রতারণা! শেষে কিনা আমাদের কোম্পানি জীবন সঙ্গী খোঁজার জন্য অ্যাপ লঞ্চ করছে?’ তারপর দেখা যায়, সেই অ্যাপের নাম ‘হার্ট টু হার্ট’। এরপর এলাকে দেখানো হয়, সে মায়ের সাত দিনের শর্ত পূরণ করতে, কাজের খোঁজে এসেছে।

এরপর কৌশিক রায়কে দেখানো হয়, যিনি এলাকে কাজের জন্য ডেকেছেন। তিনি শর্ত দেন যে, পাঁচ জোড়া পাত্র-পাত্রীকে মেলাতে পারলেই তবে কাজ পাবে এলা। রাজি হয়ে যায় এলা, এরপর দেখা যায় সে পাত্র-পাত্রীদের মনের মিল করাচ্ছে। হঠাৎ গোরা এসে তাঁকে প্রেমের নামে ঠকানোর কাজ করতে বারণ করে। এলা গোরাকে পরামর্শ দেয়, ঠিকমতো দেখলে সেও মনের মিল খুঁজে পাবে কারোর সঙ্গে। সেই মুহূর্তেই একটি লাইট পোস্ট ভেঙে পড়তে থাকে। গোরা তাড়াতাড়ি করে এলাকে বুকে টেনে নেয়।

আরও পড়ুনঃ অ’শ্লীল ছবি-ভিডিয়ো পাঠিয়ে টেলি অভিনেত্রীকে হেন’স্থা, পুলিশের জালে টেক সংস্থার ডেলিভারি ম্যানেজার!

তারপর ভেসে ওঠে ধারাবাহিকের নাম আর আবহে শোনা যায়, ‘ মিলন হবে কত দিনে? আর কী ভাবে হবে, জানতে চোখ রাখুন!’ খুব সম্ভবত ধারাবাহিকটি ১০ নভেম্বর থেকে সন্ধ্যে ৭:৩০ টার প্রাইম টাইম স্লটে সম্প্রচারিত হতে চলেছে। এই প্রোমো দেখে ফ্যানদের উত্তেজনা এবং আগ্রহ স্পষ্ট, তবে প্রোমোতে যে কোমল আর হৃদয়স্পর্শী গল্পের ছোঁয়া পাওয়া যাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে ধারাবাহিকটি অনেকের মন ছুঁতে পারবে। শোলাঙ্কি-গৌরবের নতুন গল্পের এই শুরু, আগের মেগা হিট ‘গাঁটছড়া’র স্মৃতি ফিরিয়ে আনবে কি? এখন সবটাই বলবে সময়!