হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি অভিনেতা জীতু কমল, দূরত্ব-বিতর্ক ভুলে সহ-অভিনেতার অসুস্থতায় উদ্বিগ্ন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! কী বললেন নায়িকা?

বুধবার রাত থেকেই চাঞ্চল্য টলিপাড়ায়। অভিনেতা জীতু কমল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুটিং চলাকালীন আচমকাই জীতুর শরীর খারাপ হয়। বুকে ব্যথা এবং প্রচণ্ড জ্বর শুরু হয় তাঁর। এমনকি কিছু সময়ের জন্য অজ্ঞানও হয়ে পড়েন অভিনেতা। ঠিক কী কারণে এই শারীরিক সমস্যা, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন।

সহ-অভিনেতা ও বন্ধু জীতুর অসুস্থতার খবর শুনে চিন্তায় পড়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ফেসবুকে তিনি লিখেছেন, “প্রার্থনা করি, আমার সহ-অভিনেতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” তাঁর এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।

কয়েক মাস আগেই জীতু ও দিতিপ্রিয়ার মধ্যে মনোমালিন্যের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন পর্দায় তাঁদের জুটি দর্শকের প্রিয়তমদের মধ্যে একটি। তাই দিতিপ্রিয়ার এই উদ্বেগ ভক্তদের কাছেও গভীর মানবিক মুহূর্ত হিসেবে ধরা দিয়েছে।

আরও পড়ুনঃ জলসার নায়কদের মধ্যে বিয়ের ধুম! এবার বিয়ের পিঁড়িতে অভিনেতা অর্কপ্রভ রায়? কী জানালেন পর্দার ‘বিহান’?

জীতু অসুস্থ হওয়ার সময় সেটে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তিনিও জানিয়েছেন, সকাল থেকেই ব্যস্ত ছিলেন জীতু শুটিংয়ে। আপাতত বিশ্রাম ও চিকিৎসা চলছে তাঁর। সহকর্মীরা ও অনুরাগীরা সবাই প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে যেন অভিনেতা আবার ক্যামেরার সামনে ফিরে আসেন।