জলসার নায়কদের মধ্যে বিয়ের ধুম! এবার বিয়ের পিঁড়িতে অভিনেতা অর্কপ্রভ রায়? কী জানালেন পর্দার ‘বিহান’?

মাত্র কয়েক মাস হলো শুরু হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কম্পাস। যদিও এখনও পর্যন্ত তেমন টিআরপি সাফল্য আসেনি, তবে পর্দার বাইরে দারুণ বন্ধুত্ব জমেছে ‘বিহান’ অর্কপ্রভ রায় এবং ‘কম্পাস’ পর্ণা চক্রবর্তীর মধ্যে। সম্প্রতি চ্যানেলের অফিসিয়াল পাতায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে মজার ছলে তারা খেলছেন ‘ট্রুথ অ্যান্ড ওনলি ট্রুথ’।

ভিডিওটিতে শুরুতেই অর্কপ্রভ বলেন, “আমরা একটা খেলব, ট্রুথ অ্যান্ড ওনলি ট্রুথ।” উত্তরে পর্ণা হেসে বলেন, “সত্যি, বা হয়তো সত্যি!” এর পরেই শুরু হয় একের পর এক মজার প্রশ্ন। কিন্তু হঠাৎই পর্ণা এমন এক প্রশ্ন করেন, যাতে চমকে ওঠেন অর্কপ্রভ। তিনি সরাসরি জানতে চান— “তুমি কবে বিয়ে করবে?”

প্রশ্ন শুনে কিছুটা অবাক হলেও মজা করে অর্কপ্রভ জবাব দেন, “আমি কোনওদিনই বিয়ে করব না! বিয়ে করে কে বড়লোক হয়েছে?” এই জবাবে হাসিতে ফেটে পড়েন পর্ণা। পরে অর্কপ্রভও পাল্টা প্রশ্ন করেন পর্ণাকে। বর্তমানে অভিনেত্রী অরুণাভ দের সঙ্গে সম্পর্কে রয়েছেন, তাই তিনি লজ্জা পেয়ে বলেন, “আমি করব… তবে কবে করব সেটা এখনই বলব না!”

খেলার ফাঁকেই আরও এক মজার মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। পর্ণা জানান, তিনি প্রাতঃরাশে আমন্ড, কলা আর ডিম খান। সঙ্গে সঙ্গে অর্কপ্রভ তাঁকে ডিম নিয়ে নানা পরামর্শ দিতে শুরু করেন। কিন্তু পর্ণা মজার ছলে ফাঁস করে দেন, “বিহান কিন্তু দিনে ৩০টা ডিম খায়!” ফলে হাসির রোল পড়ে শুটিং সেটে।

আরও পড়ুনঃ “আমি এমন কাজ করতে চাই না, যা দেখে কেউ বলতে পারে—এ মা! একে পছন্দ করতাম!” “আর্থিক সুখের চেয়ে পেশাগত সুখই আসল তৃপ্তি!”, জীবনের বাস্তব দর্শন নিয়ে অকপট অর্পণ ঘোষাল! কবে ফিরছেন ছোটপর্দায়?

প্রসঙ্গত, কম্পাস ধারাবাহিকটি প্রযোজক সুশান্ত দাসের উদ্যোগে তৈরি। রোজ সন্ধ্যা ৬টায় স্টার জলসায় সম্প্রচারিত হয় এই সিরিজ। এটি পর্ণা চক্রবর্তীর প্রথম টেলিভিশন কাজ, এর আগে তিনি মূলত মিউজিক ভিডিও এবং ফটোশুটে কাজ করেছেন। অন্যদিকে, অর্কপ্রভ দর্শকদের কাছে পরিচিত মুখ তোমাদের রাণী এবং দুই শালিক ধারাবাহিকের মাধ্যমে।