শ্রীমান পৃথ্বীরাজ রূপে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি! ফের একবার জলসার পর্দায় নায়ক রূপে ফিরছেন সুকৃৎ?

‘শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছিলেন অভিনেতা সুকৃত। দীর্ঘদিন পর আবার তাঁকে দেখা যাবে ছোটপর্দায়, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে। রোমান্টিক হিরো নয়, এবার সুকৃৎ হাজির হতে চলেছেন এক আধ্যাত্মিক চরিত্রে—লোকনাথ ব্রহ্মচারী রূপে। তাঁর এই নতুন রূপে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে চর্চা।

শোনা যাচ্ছে, গল্পে সুকৃতের চরিত্রটি প্রথমে রহস্যময়ভাবে প্রবেশ করবে। সাধারণ সন্ন্যাসীর বেশে রাজবাড়িতে আগমন, কিন্তু তাঁর উপস্থিতিতেই শুরু হবে একের পর এক অলৌকিক ঘটনা। দর্শকের মনে প্রশ্ন জাগবে—কে এই সন্ন্যাসী? কোথা থেকে এসেছে সে? ঠিক তখনই জানা যাবে, তিনি আর কেউ নন, স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী।

গল্প অনুযায়ী, এই সন্ন্যাসীর আগমন ঘটবে এক বিশেষ সময়ে, যখন রাজবাড়ির দেবপুজোয় ঘটবে অঘটন। ভগবানের পুজোয় কালি মিশে যাওয়া দুধে হাত দেবেন লোকনাথ, আর মুহূর্তের মধ্যেই সেই দুধ হবে নির্মল সাদা। এই দৃশ্যের মাধ্যমেই সুকৃতের নতুন চরিত্রের শক্তি ও আধ্যাত্মিক মাহাত্ম্য ফুটে উঠবে।

সুকৃৎ নিজেও নাকি এই চরিত্রে অভিনয় করতে ভীষণ উৎসাহী। টলিপাড়ার ঘনিষ্ঠ সূত্র বলছে, আগের সব চরিত্র থেকে একেবারেই আলাদা এই ভূমিকা। শারীরিক গঠন থেকে মুখের ভাব—সব কিছুতেই দর্শকরা দেখবেন এক নতুন সুকৃতকে।

আরও পড়ুনঃ “আমি কখনও সন্তানদের সরি বলতে বলি না…অভিভাবকদের প্রথম কাজ হওয়া উচিত সন্তানদের অন্যের সঙ্গে তুলনা বন্ধ করা!”— প্রতিযোগিতার আগুনে সন্তানদের পুড়িয়ে তুলনা নয়, ভালোবাসাই হোক শিক্ষার প্রথম ধাপ– স্পষ্ট বার্তা মা কোয়েল মল্লিকের!

এই নতুন রূপে অভিনেতাকে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-তে। রামকান্তের নিখোঁজ হওয়ার পর রাজবাড়িতে লোকনাথের প্রবেশেই শুরু হবে নতুন অধ্যায়। ইতিহাসের আধ্যাত্মিক ছোঁয়ায় এবার দর্শকদের মুগ্ধ করতে চলেছেন সুকৃত।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)