‘তোমাদের কাছে হাত পাততে হচ্ছে…’, রাজা-মধুবনীর আবেগঘন বার্তা ভাইরাল, ভক্তদের কাছে কী চাইলেন এই তারকা দম্পতি

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় রাজা ও মধুবনী গোস্বামী। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসার নানা মুহূর্ত — সবই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের নানা ভিডিও ও পোস্ট প্রায়ই আলোচনায় আসে। তবে এবার একেবারে ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হয়েছেন এই জনপ্রিয় দম্পতি, যা দেখে অনেকেই প্রথমে চমকে গিয়েছেন।

ভিডিয়োর শুরুতেই রাজা বলেন, “আজ তোমাদের থেকে কিছু চাইতে এসেছি। প্রথমবার হাত পেতে কিছু চাইবো, দেবে তো?” এই কথা শুনে অনেকেই ভেবেছিলেন, তাহলে কি আর্থিক সমস্যায় পড়েছেন তাঁরা? কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা গেল, রাজার উদ্দেশ্য একেবারেই অন্য।

রাজা বলেন, “একটা বছর শেষ হতে চলেছে। আমি তোমাদের কাছে একটাই প্রমিস চাই। নতুন বছর থেকে সবাই চেষ্টা করো অ্যালকোহল আর সিগারেট পুরোপুরি ছেড়ে দিতে। ভালোবেসে এইটুকু করতে পারবে না?” তাঁর এই আবেদন মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তিনি আরও বলেন, “প্রতিদিন খবরের কাগজে দেখি, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে কেউ দুর্ঘটনা ঘটাচ্ছে। এটা খুব কষ্ট দেয়। পথে ঘাটে অনেক সময় দেখি মানুষ মদ খেয়ে পড়ে আছে। আমি চাই, সবাই সচেতন হোক। আজ থেকেই চেষ্টা শুরু করো এই নেশা থেকে নিজেকে দূরে রাখতে।”

আরও পড়ুনঃ “কমলিনীর চোখে আর জল চাই না, এবার অন্য রূপে দেখতে চাই!” “যে মা কে আজ ফিরিয়ে দিলো, একদিন যেন তার পায়ে মুখ থুবড়ে পড়ে বুবলাই!”— মায়ের মর্যাদাকে পদদলিত করায়, বুবলাইয়ের নিষ্ঠুর আচরণে ক্ষোভে উত্তাল দর্শকদের দাবি– আগুন জ্বলে উঠুক নতুন কমলিনীর মনে!

সবশেষে রাজা বলেন, “কে কত গাড়ি কিনল, সেটা গর্বের বিষয় হতে পারে, কিন্তু আসল সম্পদ হলো আমাদের স্বাস্থ্য। তাই আজ একটা প্রতিজ্ঞা করো — নতুন বছর থেকে কোনও নেশার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবে না। সুস্থ থাকাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”