“আপনিও যে চটি চাটা সেটা জানতাম না!”— ঋতুপর্ণার জন্মদিনে মদন মিত্রকে গান গাইতে অনুরোধ করে নেটপাড়ায় কটা’ক্ষের মুখে সংগীতশিল্পী ইমন চক্রবর্তী! ‘এবার কি ভোটে দাঁড়াবেন?’ তৃণমূল ঘনিষ্ঠতার ইঙ্গিত দিয়ে ক’টাক্ষবিদ্ধ গায়িকা!

এখন যেন টলিউড (Tollywood) আর রাজনীতি একে অপরের হাত ধরাধরি করে চলছে। কোনও অভিনেতা রাজনৈতিক মঞ্চে নামছেন, আবার কোনও রাজনৈতিক ব্যক্তিকে দেখা যাচ্ছে সিনেমাতে—দু’জগৎ যেন একে অপরের সীমানা ভাঙছে প্রতিদিন। এরই মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনে এমন এক দৃশ্য ধরা পড়ল, যা নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।

সাধারণ মানুষদের একাংশের মতে, রাজনীতি ও বিনোদনের এই অদ্ভুত মেলবন্ধন এখন বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গেছে। কেউ লিখেছেন, “সবাই এখন ক্ষমতার ঘনিষ্ঠ হতে চায়”, আবার কেউ বলেছেন, “এরা কারও বন্ধু নয়, সুযোগ পেলেই দলে নামবে।” এমন মন্তব্যে স্পষ্ট, দর্শকদের এক বড় অংশ এই বিনোদন এবং রাজনীতির মেলবন্ধনকে ভালো চোখে দেখছেন না।

জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) বাংলার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গানের মাধুর্য, সহজ-সরল ব্যক্তিত্ব—সব মিলিয়ে তিনি সবসময়ই দর্শকদের কাছে প্রিয়। কিন্তু এবার তিনি নিজেই বিতর্কের কেন্দ্রে। কারণ, ঋতুপর্ণার জন্মদিনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মদন মিত্র, আর ইমন তাঁকেই অনুরোধ করেন গান গাওয়ার জন্য।

গায়িকার আবদার মদন মিত্রর গলায় গান শোনা যায়, কিন্তু নেটিজেনদের একাংশ রীতিমতো ক্ষিপ্ত। কারণ, মদন মিত্র তৃণমূল কংগ্রেসের নেতা, এবং অনেকেই মনে করছেন ইমন তার ঘনিষ্ঠতার প্রমাণ দিচ্ছেন। কেউ মন্তব্য করেছেন, “আপনিও যে চটি চাটা দলে পড়লেন, ভাবিনি!” কেউ আবার লিখেছেন, “ন্যাকামি দেখতে পারি না!”

আরও পড়ুনঃ জনপ্রিয়তা বাড়ানোর জন্য কখনও বিতর্কে জড়াননি! কখনও অশালীন পোশাক বা একাধিক প্রেমিক ছিল না তাঁর— অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছে প্রায় এক দশক, আজও রুশা চ্যাটার্জীর অনন্য ব্যক্তিত্বে মুগ্ধ ভক্তরা!

যদিও ইমন এখনো এই বিতর্কে কোনও প্রতিক্রিয়া জানাননি, তবুও নেটপাড়ার ক্ষোভ থামেনি। কেউ বলছেন, “এদের কোনও জাত নেই,” আবার কেউ হাসির ইমোজি দিয়ে ঠাট্টা করছেন। বিনোদন দুনিয়ার সঙ্গে রাজনীতির এই মেলবন্ধন নিয়ে যতই সমালোচনা হোক না কেন, স্পষ্ট—বাংলার গ্ল্যামার দুনিয়ায় এখন রাজনীতির প্রভাব প্রবল, আর সেই ছোঁয়ায় নতুন নতুন বিতর্ক জন্ম নিচ্ছে প্রায় প্রতিদিন।