দিল্লির লালকেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। এক নিমেষে ঝরে গিয়েছে ১২টি প্রাণ। সেই মৃতদের তালিকায় রয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষের অত্যন্ত কাছের এক বন্ধু। খবরটি শোনার পর থেকেই স্তব্ধ পায়েল। তাঁর গলায় শুধু একটাই কথা—“বিশ্বাস করতে পারছি না, ও আর নেই!”
এক সপ্তাহ আগেও সেই বন্ধুর সঙ্গে ফোনে কথা হয়েছিল পায়েলের। হাসিখুশি, প্রাণবন্ত মানুষটি যে এত দ্রুত পৃথিবী ছেড়ে চলে যাবেন, তা কল্পনাও করতে পারছেন না অভিনেত্রী। সংবাদমাধ্যমে পায়েল জানিয়েছেন, “ও সব সময় পজিটিভ থাকত, নিজের চারপাশে আনন্দ ছড়িয়ে দিত। আমরা কথা বলেছিলাম, ভবিষ্যতের পরিকল্পনাও করছিলাম। ভাবতেও পারছি না, আজ ও শুধু স্মৃতি।”
বন্ধুটি শুধু পেশাগত নয়, পায়েলের ব্যক্তিগত জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে লড়াই করা, একসঙ্গে স্বপ্ন দেখা—সব কিছুই যেন মুহূর্তে ভেঙে পড়েছে। আবেগাপ্লুত পায়েল বলেছেন, “ও শুধু বন্ধু নয়, আমার পরিবারের মতো ছিল। জীবনের বহু কঠিন সময়ে পাশে থেকেছে। আজ মনে হচ্ছে, আমার একটা অংশ হারিয়ে ফেলেছি।”
এই মর্মান্তিক ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে সমবেদনা জানানোর আবেদন জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমরা সবাই যেন এই শোকের সময়ে একসঙ্গে থাকি। এই ধরনের সহিংসতা যেন আর কখনও না ঘটে।”
আরও পড়ুনঃ মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে রাজা-মধুবনী! অন্য সবার মতো এবার রাজনীতির ময়দানে নাম লেখাচ্ছেন এই তারকা দম্পতি? কী বললেন নিজেরা?
প্রসঙ্গত, পায়েল ঘোষ দক্ষিণী সিনেমা জগতে নিজের অভিনয় দক্ষতার জন্য পরিচিত। একসময় পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে শিরোনামে এসেছিলেন তিনি। কিন্তু এবার খবরের কেন্দ্রে অভিনেত্রী এক অন্য কারণে—প্রিয় বন্ধুকে হারানোর বেদনায় নীরব, শোকে পাথর হয়ে থাকা এক মানবিক মুখ হিসেবে।






